লজ্জার রেকর্ড, আছে মাত্র দুজনারই! শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে নাক কাটালেন রোহিত

Published on:

rohit sharma vs sri lanka

ইন্ডিয়া হুড ডেস্কঃ রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে পরাজিত হয়েছে। প্রথম ম্যাচ ভারত ড্র করে, এরপর পরপর দুটি ম্যাচে জয় পায় শ্রীলঙ্কা। ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে পরাজিত হল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে ভারতকে ১১০ রানে পরাজিত করে শ্রীলঙ্কার দল। শ্রীলঙ্কার কাছে হারের পর রোহিত শর্মার নামে এমন এক রেকর্ড জুড়ে গেল, যা কোনদিনও চায়নি হিটম্যান। যদিও রোহিতের আগে সচিন তেন্দুলকর ও মহম্মদ আজহারউদ্দিনের নামেও এই রেকর্ড রয়েছে।

৩১ বছরে ৩ বার ওয়ানডে সিরিজ জয়

WhatsApp Community Join Now

বলে দিই, রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হারা টিম ইন্ডিয়ার তৃতীয় অধিনায়ক। বিগত তি দশকে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে মাত্র তিনটে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে। ১৯৯৩ সালে ভারত প্রথমবার শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল। সেই সময় মহম্মদ আজহারউদ্দিন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। এরপর ১৯৯৭ সালে সচিন তেন্দুলকরের আমলে ভারতকে ওয়ানডে সিরিজে হারায় শ্রীলঙ্কা। ১৯৯৩, ১৯৯৭ ও ২০২৪ তিনবারই শ্রীলঙ্কা নিজের ঘরের মাঠে সিরিজ জয় করেছে।

তিন ওয়ানডের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ৫০ ওভারে সাত উইকেট খুইয়ে ভারতের সামনে ২৪৮ রানের লক্ষ্য রাখে। শ্রীলঙ্কার হয়ে আবিস্কা ফার্নেন্ডো ১০২ বলে ৯৬ রান করেন। এছাড়াও নিসাঙ্কা ৪৫ আর কুশল মেন্ডিস ৫৯ রান করেন।

আরও পড়ুনঃ জিতেও চিন্তায় ইস্টবেঙ্গল, ম্যাচ শেষে মুখ খুললেন কোচ কুয়াদ্রাত

ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র ২৬.১ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়ে যায়। রোহিত শর্মা ভারতের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন। ওয়াশিংটন সুন্দর ৩০ আর বিরাট কোহলি ২০ রান করে আউট হব। শ্রীলঙ্কার তরফে দুনিথ ভেল্লালাগে ৫.১ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট হাসিল করেন।

সঙ্গে থাকুন ➥