কনকাশন সাব নিয়ে পাল্টা জবাব শিবম দুবের, মুখ বন্ধ করালেন ইংরেজদের

Published on:

Shivam took revenge from england in the 5th t20 match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চতুর্থ ম্যাচের প্রতিশোধ পঞ্চম অর্থাৎ শেষ টি-টোয়েন্টিতে এসে ইংল্যান্ডকে বুঝিয়ে দিলেন ভারতের তরুণ অলরাউন্ডার শিবম দুবে। রবিবারের ম্যাচে ইংলিশ বাহিনীকে নাকানি-চোবানি খাইয়ে 150 রানে পিছনে ঠেলে দেয় ভারত। যার জেরে সিরিজ হারাতে বসা ইংল্যান্ড এবারের মতো সূর্য কুমার যাদবদের সামনে পরাস্ত হয়েছে। তবে এই ম্যাচে ভারতের জয়ের থেকেও যে প্রতিশোধের আগুন সবচেয়ে বেশি জ্বালিয়েছে জস বাটলার বাহিনকে তা হলো শিবম দুবের পাল্টে আক্রমণ। এদিন ব্যাট হাতে এগিয়ে থাকার পাশাপাশি ঘূর্ণির জোরেও ইংলিশদের কাহিল করেছেন দুবে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

ইংল্যান্ডকে পাল্টা আক্রমণ দুবের

পুনের ময়দানে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ভারতের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে এসে অর্ধশত রানের গন্ডি টপকেছিলেন দুবে। তবে এই ম্যাচে ইংলিশ বোলারের দুরন্ত বাউন্সার তরুণ অলরাউন্ডারের মাথায় আঘাত হেনেছিল। যার জেরে তাঁর কনকাশন সাব হিসেবে মাঠে নামেন পার্ট টাইম বোলার হর্ষিত রানা। যা নিয়ে বিতর্কের পারদ যথেষ্ট চড়েছিল।

তবে সেই বিতর্ককে পিছনে ঠেলে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাটলার বাহিনীকে পাল্টা আক্রমণ করেছেন দুবে। রবিবার আঘাতের প্রতিশোধ হিসেবে 13 বলে 30 রানের মাঝারি ইনিংস খেলার পর বল হাতে ইংল্যান্ডের ভয়ানক ওপেনার ফিল সল্টকে আউট করে 55 রানে মাঠ ছাড়া করেন তিনি। আর এই ঘটনাই ইংলিশ বাহিনীকে তাজ্জব করেছিল। যা ছিল ইংল্যান্ডের জন্য প্রতিশোধসম।

Whatsapp Broadcast Join Now

প্রথম বলেই সল্টকে বধ করেন অভিষেক

রবিবার ভারতের বিপক্ষে ওপেনিং করতে নেমে জ্বলে উঠেছিলেন ইংল্যান্ড তারকা ফিল সল্ট। মাত্র 23 বলে 7টি চার ও 3টি ছয় সহযোগে 55 রানের ইনিংসও গড়ে ফেলেছিলেন তিনি। আর কিছুটা সময় সল্ট মাঠে টিকে থাকলে ভারতের বিপদ যে বাড়ত একথা বলার অপেক্ষায় রাখে না। তবে গতকাল সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার দুবে।

অবশ্যই পড়ুন: ‘সে আমার পারফরমেন্সে খুশি হবে’, বিধ্বংসী ব্যাটিংয়ের পর কাকে স্মরণ করলেন অভিষেক?

Whatsapp Group Join Now

চতুর্থ টি টোয়েন্টির আঘাতকে বুকে বেঁধে এদিন প্রথম বলেই সল্টের উইকেট তুলে দেন দুবে। এই অপ্রত্যাশিত ঘটনাই ইংল্যান্ডের চোখে প্রতিশোধের আগুন নেভানোর মতো ছিল। বলে রাখি, রবিবার সল্ট ছাড়াও জ্যাকব বেথেলের উইকেট ভেঙেছেন এই ভারতীয় অলরাউন্ডার। যা টিম ইন্ডিয়ার জয়ের পথে যথেষ্ট গুরুত্ব রেখে ছিল।

সঙ্গে থাকুন ➥
X