দিল্লি টেস্টের শুরুতেই সেঞ্চুরি, সচিনের পর প্রথম ভারতীয় হিসেবে বড় রেকর্ড যশস্বীর!

Published:

Yashasvi Jaiswal record in test cricket India vs West Indies test
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে 140 রান ও 1 ইনিংসে জিতেছিল ভারত। তবে দুঃখের বিষয়, সেই আসরে খেলতে পারেননি ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই সেটার সদ্ব্যবহার করলেন ভারতীয় ক্রিকেটার। শুক্রবার দিল্লির মাটিতে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসেই ব্যাট ঘুরিয়ে সেঞ্চুরি করেন যশস্বী। যা তাঁর টেস্ট ক্রিকেটে 7 নম্বর শতরান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এটিই ভারতীয় তারকার প্রথম সেঞ্চুরি। সেই সূত্রেই বড় রেকর্ড নিজের নামে করলেন ভারতীয় তরুণ (Yashasvi Jaiswal Record)।

টেস্টে সপ্তম সেঞ্চুরি করে বড় রেকর্ড জয়সওয়ালের

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জয়সওয়ালই একজন অন্যতম ক্রিকেটার যিনি দ্রুত রান করার জন্য পরিচিত। শুক্রবার, দিল্লির মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানাতে কিছুটা সময় নিয়েছিলেন তিনি। এদিন 15.4 ওভারে রাহুলের সাথে জুটি বেঁধে ভারতের খাতায় 50 রান যোগ করেছিলেন যশস্বী। এরপর ম্যাচ যত গড়ায় ততই যেন আক্রমণাত্মক হয়ে ওঠেন ভারতীয় তারকা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের একের পর এক বাউন্ডারি দেখিয়ে সেঞ্চুরি করে বসেন জয়সওয়াল। সেই সূত্রেই, টেস্ট ক্রিকেটের সপ্তম সেঞ্চুরি দিয়েই বড় রেকর্ড করেছেন তিনি।

বলা বাহুল্য, সুনীল গাভাস্কারের পর ভারতের প্রথম বাঁ হাতি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম 3,000 রান করেছেন যশস্বী। মোট 71টি টেস্ট ইনিংস খেলে এই কীর্তি করেছেন তিনি। অন্যদিকে গাভাস্কারকে দ্রুততম 3,000 রান সম্পন্ন করতে খেলতে হয়েছিল 69টি ইনিংস। অনেকেই হয়তো জানেন না, সচিন তেন্ডুলকরের পর প্রথম এত কম বয়সে টেস্টে 7টি সেঞ্চুরি করলেন জয়সওয়াল। 23 বছর বয়সী যশস্বীর আগে অল্প বয়সে 11টি সেঞ্চুরি করেছিলেন সচিন।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের সন্ত্রাস রুখতে বদ্ধপরিকর ভারত-আফগানিস্তান! কাবুলে ফের খুলবে ভারতীয় দূতাবাস

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে অল্প বয়সে দ্রুততম 7 সেঞ্চুরি করে বহু ভারতীয় ক্রিকেটারকে পেছনে ফেলেছেন যশস্বী। না বললেই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরির নিরিখে ঋষভ পন্থ এমনকি কে এল রাহুলকেও ছাড়িয়ে গিয়েছেন জয়সওয়াল। এই দুই ভারতীয় ক্রিকেটার যেখানে টেস্টে দ্রুততম 6টি সেঞ্চুরি করেছেন সেই পর্বে দাঁড়িয়ে জয়সওয়ালের খাতায় 7টি শতরান। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 133 রানে নটআউট ছিলেন জয়সওয়াল। কাজেই তিনি যদি টিকে থেকে চলতি টেস্টে ডবল সেঞ্চুরি করতে পারেন তবে ভারতীয় ওপেনারের খাতায় যোগ হবে আরও এক নতুন রেকর্ড।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join