সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল থেকে কার্যকর হয়েছে নতুন হারে জিএসটি (GST)। নতুন কাঠামো অনুযায়ী 350cc পর্যন্ত টু-হুইলারের উপর জিএসটি এবার 28% থেকে নামিয়ে 18% করা হয়েছে। আর এর সরাসরি সুফল পড়ছে বাইকপ্রেমীদের উপরেই। কারণ টিভিএস ইতিমধ্যেই দুটি ফ্ল্যাগশিপ বাইক Apache RR 310 এবং Apache RTR 310-এর দাম অনেকটাই কমানোর ঘোষণা করেছে। এর এক্স-শোরুম দাম কমেছে সর্বোচ্চ 27,000 টাকা পর্যন্ত।
Apache RR 310-র দাম কতটা কমল?
টিভিএস-এর ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক Apache RR 310-এর সবকটি ভ্যারিয়েন্টেই এবার বিরাট ছাড় দেখা যাচ্ছে। যেমন—
- বেস ভ্যারিয়েন্ট, যার মধ্যে Racing Red, Titanium Black, Bomber Grey রংগুলি রয়েছে, সেগুলি এখন 23,549 টাকা সস্তা হয়েছে। আর এর নতুন দাম শুরু হচ্ছে 2.56 লক্ষ টাকা থেকে।
- Dynamic + Dynamic Pro Kit Race Replica Edition মডেলটি সর্বাধিক সুবিধা দিচ্ছে। কারণ এর দাম কমেছে 26,909 টাকা।
- Dynamic Pro Kit (Racing Red) মডেলটির দাম কমেছে প্রায় 24,309 টাকা।
- Anniversary Edition Dynamic + Pro Kit (Glossy Black & Gold) মডেলটি এখন মাত্র 3.11 লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগের থেকে 26,360 টাকা দাম কমেছে।
ফলে, Apache RR 310 বাইক এখন সাধারণ বাইকপ্রেমীদের কাছে যে আরও সহজলভ্য হয়ে গেল, তা বলার অপেক্ষায় রাখে না।
Apache RTR 310 বাইকেও বিরাট ছাড়
নেকেড স্টাইলিং-এর জন্য জনপ্রিয় Apache RTR 310 বাইকেও মিলছে এবার বিরাট সুবিধা। জানা যাচ্ছে—-
- বেস ভেরিয়েন্ট, যার মধ্যে Arsenal Black, Fury Yellow, Sepang Blue রংগুলি রয়েছে, সেগুলি এখন মাত্র 2.21 লক্ষ টাকা থেকে পাওয়া যাচ্ছে। আর এই গাড়ির দাম কমেছে 18,790 টাকা থেকে 20,510 টাকা পর্যন্ত।
- Dynamic Kit ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে মাত্র 2.53 লক্ষ টাকা থেকে। এই গাড়ির দাম কমেছে 21,510 টাকা থেকে 22,710 টাকা পর্যন্ত।
- Dynamic + Dynamic Pro Kit ভ্যারিয়েন্টের দাম এখন মাত্র 2.79 লক্ষ টাকা থেকে 2.93 লক্ষ টাকার মধ্যে। আর এই গাড়িতে সর্বাধিক সুবিধা দেওয়া হচ্ছে। এই মডেলের দাম কমেছে 24,860 টাকা।
- Anniversary Edition (Glossy Black & Gold) ভ্যারিয়েন্টের দাম কমেছে 24,310 টাকা। এখন এটি পাওয়া যাচ্ছে মাত্র 2.87 লক্ষ টাকায়।
আরোও পড়ুনঃ দেশজুড়ে ‘I Love Muhammad’ আন্দোলনে অশান্তি! কেন মুসলিমদের এই বিক্ষোভ?
প্রসঙ্গত, Apache RR 310 এবং Apache RTR 310, দুটি প্রিমিয়াম সেগমেন্টই ভারতীয় ক্রেতাদের কাছে জনপ্রিয় মোটরসাইকেল বলা চলে। আর এবার জিএসটি সংস্করণের পরে এক লাফে 18 হাজার টাকা থেকে 27 হাজার টাকা পর্যন্ত দাম কমায় বাইকপ্রেমীদের নাগালের মধ্যে এই ফ্ল্যাগশিপ মডেল চলে আসছে, তা বলার অপেক্ষা রাখে না।