সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবথেকে বেশি বিক্রিত গাড়ি সংস্থা Maruti Suzuki এবার অক্টোবর মাসে তাদের গাড়িগুলিতে বিরাট ছাড় ঘোষণা করেছে। GST হ্রাসের কারণে তাদের গাড়িতে মিলছে এই বিরাট ছাড়। তবে সবথেকে বড় ব্যাপার, তাদের প্রিমিয়াম ও বিলাসবহুল Grand Vitara SUV-তে এবার 1.80 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। পাশাপাশি পেট্রোল ভ্যারিয়েন্টে 1.50 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ফলে এখন এর নতুন এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 10.76 লক্ষ টাকা থেকে। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন মডেলে কতটা ছাড় পাওয়া যাচ্ছে।
কোন মডেলে কত ছাড়?
1.5L Normal Petrol-Manual
ভ্যারিয়েন্ট | আগের দাম | কত দাম কমল | নতুন দাম |
Sigma | 11,42,000 | 65,500 | 10,76,500 |
Delta | 12,53,000 | 43,300 | 12,09,700 |
Zeta | 14,67,000 | 97,000 | 13,70,000 |
Zeta (O) | 15,27,000 | 99,000 | 14,28,000 |
Alpha | 16,14,000 | 94,300 | 15,19,700 |
Alpha (O) | 16,74,000 | 96,400 | 15,77,600 |
1.5L Normal Petrol-Auto (TC)
ভ্যারিয়েন্ট | আগের দাম | কত দাম কমল | নতুন দাম |
Delta | 13,93,000 | 48,300 | 13,44,700 |
Zeta | 16,07,000 | 1,02,000 | 15,05,000 |
Zeta (O) | 16,67,000 | 1,04,000 | 15,63,000 |
Alpha | 17,54,000 | 99,300 | 16,54,700 |
Alpha (O) | 18,15,000 | 1,01,400 | 17,12,700 |
Alpha 4WD | 19,04,000 | 1,04,300 | 17,99,700 |
Alpha (O) 4WD | 19,64,000 | 1,06,400 | 18,57,600 |
1.5L Normal CNG-Manual
ভ্যারিয়েন্ট | আগের দাম | কত দাম কমল | নতুন দাম |
Delta | 13,48,000 | 48,300 | 12,99,700 |
Zeta | 15,62,000 | 1,02,000 | 14,60,000 |
1.5L Hybrid Petrol-Auto (CVT)
ভ্যারিয়েন্ট | আগের দাম | কত দাম কমল | নতুন দাম |
Delta Plus | 16,99,000 | 35,700 | 16,63,300 |
Zeta Plus | 18,00,000 | 66,400 | 17,91,600 |
Zeta Plus (O) | 18,09,000 | 69,700 | 18,50,300 |
Alpha Plus | 19,92,000 | 41,800 | 19,50,200 |
Alpha Plus (O) | 20,52,000 | 95,000 | 19,57,000 |
Grand Vitara-র বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন
জানিয়ে রাখি, মারুতি সুজুকি এবং টয়োটা যৌথভাবে Grand Vitara গাড়িটি তৈরি করেছে। এটিতে রয়েছে 1462cc K15 ইঞ্জিন, যা 6,000 RPM টর্ক এবং 100 bhp শক্তি উৎপন্ন করতে পারে। প্রসঙ্গত, গাড়িটিতে একটি মাইল্ড হাইব্রিড সিস্টেম যুক্ত রয়েছে। আর 5-স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিকের সঙ্গে গিয়ারবক্স যুক্ত। এছাড়া এই গাড়িটি এখনও পর্যন্ত AWD বিকল্প সহ একমাত্র ইঞ্জিন। জানা যাচ্ছে, এই শক্তিশালী হাইব্রিড মডেলটি প্রতি লিটারে 27.97 কিলোমিটার মাইলেজ দেয়। আর কোম্পানি দাবি করছে, একবার ফুল ট্যাঙ্ক করলে 1200 কিলোমিটার পর্যন্ত চলতে পারে Grand Vitara।
আরও পড়ুনঃ কড়া প্রশিক্ষণ হবে সিভিক ভলান্টিয়ারদের, দিতে হবে পরীক্ষাও! নয়া নিয়ম রাজ্য সরকারের
এমনকি এই গাড়ির ইলেকট্রিক মডেলও রয়েছে, যেটি একবার চার্জ দিলেই 100 কিলোমিটারের বেশি রেঞ্জ দেয়। আরে গাড়িগুলিতে পাওয়া যাবে 360 ডিগ্রি ক্যামেরা, 6টি এয়ারব্যাগ, ABD এবং EBS ব্রেকিং সিস্টেম সহ পার্কিং সেন্সর এবং আরও বেশ কিছু ফিচার। তাই যারা Grand Vitara কেনার অপেক্ষা করছিলেন, তবে দামের জন্য কিনতে পারছিলেন না, তাদের জন্য এটি হতে পারে একেবারে সেরা সময়।