TRAI-র নির্দেশে জব্দ! Airtel-Jio-র পর কম দামে রিচার্জ আনল VI, সবথেকে সস্তা কার?

Published on:

vi launches voice only plans after trai issues new rules

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাড়তে থাকা মোবাইল রিচার্জের দামের জেরে নাজেহাল হয়ে উঠেছিল আমজনতা। তবে এমন সময়েই Jio, Airtel, Vi এর মত কোম্পানির জন্য রিচার্জের দামে লাগাম টানতে নয়া নিয়ম নিয়ে হাজির টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI। এমন অনেকেই আছেন যাদের ডেটার প্রয়োজন হয় না। তাদের জন্য এবার আলাদা করে প্ল্যান বের করতে বাধ্য হল টেলিকম কোম্পানিগুলি।

TRAI এর আদেশে জব্দ টেলিকম কোম্পানি

WhatsApp Community Join Now

গত ডিসেম্বর মাসেই প্রথম নির্দেশিকা জারি হয়, জানানো হয় মোবাইল ডেটা ছাড়া শুধুমাত্র কলিংয়ের জন্য প্ল্যান আনতে হবে সমস্ত টেলিকম কোম্পানিকেই। এতে গ্রাহকদের উপর থেকেই অতিরিক্ত খরচের রিচার্জের বোঝা কিছুটা কমবে বলেই আশা করা হয়। ইতিমধ্যেই সেই নিয়ম মেনে আনলিমিটেড কলিং ও এসএমএস সহ প্ল্যান রিলিজ করা হয়েছে। এর ফলে যারা দুটি সিমকার্ড ব্যবহার করেন তাদের অনেকটাই খরচ বেচে যাবে বলে মনে করা হচ্ছে।

VI এর ভয়েস অনলি প্ল্যান

সম্প্রতি বাকি কোম্পানির মত ভোডাফোন আইডিয়া বা VI এর তরফ থেকেও ডেটা ছাড়া প্ল্যান লঞ্চ করা হয়েছে। যেখানে আনলিমিটেড কলিং ও ১০০ টি এসএমএস ফ্রি পাওয়া যাবে। এই প্লানের বৈধতা থাকবে ২৭০ দিন। ভাবছেন খরচ কত? উত্তর হল ১৪৬০ টাকা। যদিও এই প্ল্যানে কোনো ডেটা নেই, তবে সেটা না থাকলেও দাম খুব একটা কমেনি বলেই ধারণা অনেকের।

Jio ও Airtel দুজনেই এনেছে ভয়েস অনলি প্ল্যান

ডেটার জন্যই পপুলারিটি পেয়েছিল রিলায়েন্স জিও। তবে এবার ট্রাইয়ের নিয়মের জেরে গ্রাহকদের জন্য ডেটা ছাড়াই একটি নয় দুটি  প্ল্যান নিয়ে হাজির জিও। আপনি যদি ৪৫৮ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে আনলিমিটেড কলিং ও ১০০০টি এসএমএস পাওয়া যাবে। যেটার বৈধতা থাকে ৮৪ দিনের জন্য। আর যদি ১৯৫৮ টাকা রিচার্জ করেন তাহলে আনলিমিটেড কলিং ও ৩৬০০ এমএমএস পাবেন জেতার  বৈধতা থাকবে ৩৬৫ দিন।

আরও পড়ুনঃ নতুন পে কমিশনে DA, DR বাড়লে বৃদ্ধি পাবে রেলের ভাড়াও? জানিয়ে দিল কেন্দ্র সরকার

এদিকে এয়ারটেলের তরফ থেকেও দুটি প্ল্যান আনা হয়েছে। একটি হল ৫০৯ টাকার রিচার্জ, যেটায় আনলিমিটেড কলিং, ৯০০ এসএমএস থাকবে আর বৈধতা থাকবে ৮৪ দিনের। আরেকটি হল ১৯৯৯ টাকার রিচার্জ যেটা আনলিমিটেড কলিং ও ৩০০০ এসএমএস দেবে যার বৈধতা থাকবে ৩৬৫ দিন।

সঙ্গে থাকুন ➥
X