প্রীতি পোদ্দার, কলকাতা: পৌষ প্রায় শেষের মুখে। এদিকে যত দিন যাচ্ছে আবহাওয়ার পারদ আরও নিম্নমুখী হচ্ছে। সেক্ষেত্রে এক কথায় বলা যায় ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতেই অনেকটা শীতের দাপট অনুভব করা যাচ্ছে রাজ্যে। কিন্তু সেক্ষেত্রেও পথের কাঁটা হিসেবে থাকছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে ফের রাজ্যে উত্তুরে হাওয়ার বদলে পুবালি হাওয়ার দাপট বাড়তে চলেছে।
হাওয়া অফিসের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ শনিবার মরশুমের শীতলতম দিন। গতকালের তুলনায় আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় পারদ নেমে গিয়েছে ১২ ডিগ্রির ঘরে। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। অন্য দিকে, এই কনকনে শীতের মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েকটি জেলায়।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। তবে আগামীকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তবে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে কনকনে শীতল আবহাওয়া দেখা যাবে। তবেপাশপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল, ছুটির দিনে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে না। কারণ আবহাওয়া দফতর এর পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পঙে। এমনকি রাতের দিকে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। পাশপাশি ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে। দার্জিলি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা প্রায় ৫০ মিটারে নেমে আসবে।