প্রীতি পোদ্দার, কলকাতা: কনকনে ঠান্ডার পথে ভিলেনের মত বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। গোটা পৌষ মাস জুড়ে যেন শীত লুকোচুরি খেলে গেল। এমনকি পৌষের শেষ দিনেও অর্থাৎ মকর সংক্রান্তির দিন তাপমাত্রা কমল তো না বরং উল্টে আরও ২-৩ ডিগ্রি বেড়ে যায়। যার জেরে বেজায় মুখ গোমড়া শীত প্রেমীদের। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার কিছুটা কমল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন একইরকম থাকবে তাপমাত্রা।
গত ২ দিন ধরে দক্ষিণবঙ্গ সহ কলকাতার তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে সামান্য উপরেই। যার ফলে খুব বেশি ঠান্ডা অনুভব করছে না রাজ্যবাসী। কখনও নিম্নচাপ, কখনও পশ্চিমী ঝঞ্ঝা এসে বারবার উত্তুরে হাওয়ার পথ রুখে দিচ্ছে। তাই চলতি মরশুমে জাঁকিয়ে শীতের টানা প্রভাব খুব কম দেখা গেল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে চিন্তা নেই সপ্তাহান্তে আবার কিছুটা ঠান্ডা পড়তে পারে বলে প্রবল আশঙ্কা আবহাওয়াবিদদের।
আরও পড়ুনঃ ১৭২ বছরের ইতিহাসে প্রথম! স্টেশন মাস্টার পদ তুলে দিতে পারে ভারতীয় রেল
সম্প্রতি আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে পূবালী হাওয়ার দাপট। যার ফলে বঙ্গে শীতের প্রবেশের কাটা অব্যাহত থাকছে। স্বস্তির বিষয় হল দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকাল থেকেই দেখা মিলেছে মেঘলা আকাশের।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক খটখটে থাকবে। তবে আগামী শনিবার নাকি নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ১২৬৭ পদে নিয়োগ, গ্র্যাজুয়েটদের জন্য ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, সহজেই আবেদন
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে । কোথাও বৃষ্টি এবং তুষারপাতের কোনো সম্ভাবনা নেই। তবে কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আরও বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। তাই এই পাঁচ জেলায় দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নিচে নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও ২০০ মিটারের নিচে নামতে পারে দৃশ্যমানতা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |