প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ এসে গেলেও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। এদিকে গত কয়েকদিন বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও, রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে শীত প্রেমীদের মনে একটাই প্রশ্ন কবে পড়বে জাঁকিয়ে শীত।
এদিকে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এইমুহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপরে নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে বিস্তৃত আছে একটি ঘূর্ণাবর্তও। আজ সেই ঘূর্ণাবর্ত আরও সুস্পষ্ট হয়ে পরিণত হবে নিম্নচাপে। এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার, শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছে যাবে এই ঘূর্ণাবর্ত। যার ফলে আগামী শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বাদ যাবে না উপকূলীয় অন্ধ্রপ্রদেশে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) পারদ পতনের পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সূত্রেই আগামীকাল তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। এমনকি এও জানানো হয়েছিল যে সপ্তাহের শেষে ১৫ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। দশ ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার দাপট থাকবে। তবে বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।