শেষবেলাতেও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে! কবে বিদায় নেবে বর্ষা? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই বর্ষা বিদায় নেয় রাজ্য থেকে কিন্তু এবার যেন উল্টোটা হল, একের পর এক নিম্নচাপের কারণে রীতিমত ভরাডুবি অবস্থা বাংলার। এমতাবস্থায় বাংলায় ফের নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিল। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather Update) অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ আপাতত বর্ষা বিদায় নিচ্ছে না।

এইমুহুর্তে বর্ষা গুজরাট ও উত্তর প্রদেশ থেকে বিদায় নিয়েছে। এমনকি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। পাশাপাশি বিহার ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু এখনও খাতায়কলমে বর্ষা বিদায় হয়নি দক্ষিণবঙ্গে। আরও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। যদিও আর কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই।

আরও পড়ুন: বেড়েই চলেছে শিশু মৃত্যুর সংখ্যা! এবার পশ্চিমবঙ্গে নিষিদ্ধ এই কাশির সিরাপ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

গত শনিবার, টানা বৃষ্টির জেরে বিপর্যয় নেমে এসেছিল দার্জিলিং এবং সংলগ্ন এলাকায়। এক লহমায় সবকিছু যেন ধ্বংস হয়ে গিয়েছে। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। তবে সে দিনের পর থেকে এখনও পর্যন্ত ভারী বৃষ্টি আর হয়নি। তবে বৃষ্টি যে পুরোপুরি কমেছে তাও কিন্তু নয়। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে চলেছে। তবে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত আর দেয়নি হাওয়া অফিস। কিছুদিনের মধ্যেও উত্তরবঙ্গ থেকেও বর্ষা বিদায় নিতে চলেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join