প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছরের প্রথমেই ফিরছে শীতের চেনা ছন্দ। সকাল থেকেই কনকনে শীতল হাওয়া বইছে চারিদিকে।যদিও অনেকদিন আগে এমনই আবহাওয়া আপডেট দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছিল ৩১ ডিসেম্বরের রাত থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটবে। এইমুহুর্তে রাজ্যের কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী বেশ কয়েকদিন এমনই নিম্নমুখী থাকবে তাপমাত্রা। তবে এই তাপমাত্রা চিরস্থায়ী নয়।
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, আগামী ৪ ও ৫ জানুয়ারি পর থেকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা দেবে। যার ফলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। তবে সেটিও চিরস্থায়ী নয়। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে ফের তাপমাত্রা বঙ্গে নিম্নমুখী হবে। আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকা সম্ভাবনা রয়েছে। ২৪ ঘন্টার পর সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। এমনকি দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সব জায়গায় শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল শীতল আবহাওয়া বিরাজ করবে। কনকনে শীতল হাওয়া বইবে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা থাকতে পারে। যার ফলে সেখানকার দৃশ্যমানতা প্রায় ৫০ মিটারে গিয়ে ঠেকবে।
মমতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য! অভিযুক্তকে স্বস্তি দিয়ে মামলায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট