পিছু ছাড়ছে না বৃষ্টি, সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ের! আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার: ধীরে ধীরে বর্ষার রেশ কাটিয়ে আগমন ঘটছে হেমন্তের। মনোরম শীতল হাওয়া সঙ্গে খানিক কুয়াশাময় পরিবেশ জানান দিচ্ছে খুব শীঘ্রই শীতের আবির্ভাব হয়ে চলেছে। ইতিমধ্যেই গোটা দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে বর্ষা গেলেও এখনও নাকি বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গে। এদিকে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। সেটি নাক আরও শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল এর দিকে ক্রমেই এগিয়ে আসছে। আশঙ্কা করা হচ্ছে চেন্নাইয়ের কাছাকাছি আগামিকাল এটি স্থলভাগে প্রবেশ করবে। আবার অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ আসামে রয়েছে আরও এক ঘূর্ণাবর্ত। এই আবহেই এবার বাংলার উপর পড়ল ঘূর্ণাবর্তের ছায়া।

WhatsApp Community Join Now

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এ রাজ্যে। এবং এই নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ২২ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম হতে পারে। তার পর দফায় দফায় শক্তি বাড়াতে পারে নিম্নচাপ। কিন্তু এই নিম্নচাপ ভবিষ্যৎ এ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, তা নজর রাখছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহে বাংলা-ওড়িশা, দুই রাজ্যেই বৃষ্টির পরিমাণ বাড়বে।

গতকাল ধীরগতির বজ্রগর্ভ মেঘে ভেসেছে দুর্গাপুর। প্রবল বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা দুর্গাপুরবাসীর। আবহাওয়া অফিস সূত্রে খবর, ১২ ঘণ্টায় ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। রাতে-সকালে একটানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে বানভাসি অবস্থা সেখানকার। রাত্রিবেলা বৃষ্টি লাগোয়া পূর্ব বর্ধমান, বীরভূমেও বৃষ্টি হয়েছে। তবে আশার খবর, জলমগ্ন দুর্গাপুরে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির আশঙ্কা আর নেই।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থে শুক্রবার দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে। হয়তো হালকা বৃষ্টি হলেও হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে এখনও জলীয় বাষ্পের পরিমান বেশি। ফলে গুমোট ঘর্মাক্ত অস্বস্তি আরও ৪৮ ঘণ্টা। তবে ২০ অক্টোবর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -এই পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এইমুহুর্তে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। অন্যদিকে নিচু এলাকায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন হবে। সেখানে শুষ্ক আবহাওয়া থাকবে।

সঙ্গে থাকুন ➥