প্রীতি পোদ্দার, কলকাতা: রোজই একটু একটু করে কমছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কলকাতার পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া বাঁকুড়ার আবহাওয়া নেমে গিয়েছে প্রায় ১৫ ডিগ্রির নীচে। যদিও পারাপতনের সাক্ষী রাজ্যের অন্যান্য জেলাও। হাওয়া অফিস বলছে, আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে। এদিকে রয়েছে নিম্নচাপের ভ্রূকুটি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই ঘূর্ণাবর্ত শীত আসার পথে বাঁধা না হয়ে দাঁড়ায়।
শীতের মুখে ঘূর্ণাবর্ত কাঁটা!
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় কি না, নজর রাখছে মৌসম ভবন। তবে বাংলায় এই নিম্নচাপের কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। ফলত, শীতের আমেজের ধাক্কার সম্ভাবনা একদমই নেই। নিম্নচাপটি তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোবে জানিয়েছে নয়াদিল্লি মৌসম ভবন। সেখানেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এইমুহুর্তে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। এরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন। সপ্তাহভর শীতের আমেজ দক্ষিণবঙ্গে। তবে সর্বনিম্ন তাপমাত্রার বিরাট কোনো পরিবর্তন হবে না। তবে হালকা কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গেও মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এবং মনোরম পরিবেশ থাকবে সপ্তাহভর। সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আর এই আবহে মনে প্রশ্ন জাগছে কবে বঙ্গে জাঁকিয়ে শীত পড়বে?
জাঁকিয়ে শীত পড়বে কবে?
এই বিষয়ে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে পরের মাসে অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝির আগে কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। বর্তমানে আবহাওয়া মোটের উপর অনেকটাই শুষ্ক এবং মনোরম থাকবে। সঙ্গে দাপট থাকবে কুয়াশার। আগামী ৪-৫ দিন ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে সর্বনিম্ন আবহাওয়া।