শ্বেতা মিত্র, কলকাতা: ঠান্ডায় কে বেশি আগে, উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? কার্যত প্রতিযোগিতা চলছে। বিশেষ করে উত্তরের কালিম্পং-এর সঙ্গে দক্ষিণের পুরুলিয়া ও বীরভূমের হাড্ডাহাড্ডি লড়াই চলছে কার্যত ঠান্ডা নিয়ে। যাইহোক, বর্তমানে হাড়হিম করা ঠান্ডায় কাঁপছে একের পর এক জেলা। সেইসঙ্গে ঘন কুয়াশা তো রয়েইছেই। যদিও আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্ত থেকে ফের একবার ডিগবাজি খেতে চলেছে বাংলার আবহাওয়া বলে খবর। বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আজ কিন্তু বাড়ি থেকে বেরনোর সময়ে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেইসঙ্গে কোন কোন জেলায় ঠান্ডা আবহাওয়া থাকবে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস বুলেটিন জারি করে জানিয়েছে, আপাতত ২ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতার পাশাপাশি জেলাতেও হাড়কাঁপানো ঠান্ডার আমেজ। এরপর থেকে কিছুটা হলেও তাপমাত্রা উর্ধ্বমুখী হবে বাংলায় বলে খবর।
আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। যদিও কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। দৃশ্যমানতার অভাব তীব্র হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এদিন অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
রবিবারের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। ১৫ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। যদিও কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। দার্জিলিং ও কালিম্পং-এর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে তুষারপাত হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |