‘কি কিউট তাই না!’ DA, বেতন বাড়লেও ঠকছেন সরকারি কর্মীরা! নবান্নের কীর্তি ফাঁস?

Published on:

mamata banerjee dearness allowance

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে বাংলায় ডিএ (Dearness Allowance) ও অন্যান্য ভাতা নিয়ে বিতর্ক যেন বেড়েই চলেছে। সবথেকে বড় কথা, বাংলার সরকার মহার্ঘ্য ভাতা বা মহার্ঘ্য ত্রাণের পরিমাণ বাড়ালেও এখনও অবধি তা কেন্দ্রের সমান হতে পারেনি। আর এই নিয়েই সকলের মধ্যে ক্ষোভের মাত্রা কয়েক গুণ বেড়ে চলেছেন দিনদিন। তবে এসবের মাঝে DA ও বেতন পে কমিশন নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপালয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা লিখবেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ডিএ, পে কমিশন নিয়ে বিস্ফোরক দাবি

এমনিতে কালীপুজো ও দীপাবলির আগে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকার ও পেনশন প্রাপকদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকার। আসলে কেন্দ্রের মোদী সরকার ৩ভ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। ফলে এখন সকলের ডিএ পরিমাণ ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। অন্যদিকে অন্যান্য রাজ্যও কিন্তু নিজেদের কর্মীদের ডিএ বাড়িয়েই চলেছে। তবে বাংলার কর্মীদের কপালে যেন দুঃখই লেখা রয়েছে। আর এই নিয়েই নতুন করে গর্জে উঠলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপালয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ।

তিনি শনিবার নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘বিষয়:- ডিএ এবং পে কমিশন।
নিচের সারণীতে কেন্দ্রীয় সরকার ৫ম বেতন কমিশন থেকে ৭ম বেঃ কমিশন পর্যন্ত তাদের বেতন ও ডিএ প্রদানের সঙ্গে আমাদের রাজ্যের বেতন ও ডিএ বঞ্চনা টি তুলে ধরলাম৷ (সারণী দেখুন)
আমাদের রাজ্যে একটি পে-কমিটি (১৯৭০) হওয়ার কারনে ৫ম বেতন কমিশনের জায়গায় তা ৪র্থ এবং ৭ম এর জায়গায় ৬ষ্ট হয়েছে৷।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উঠে এল বামেদের প্রসঙ্গও

মলয় মুখোপাধ্যায় বাম সরকারের প্রসঙ্গও এদিন তুলে ধরেন। জানান, ‘এবার আসি Actual effect এবং Notional effect-এর বিষয়টিতে৷ বেতন কমিশনের সুপারিশ কেন্দ্রীয় সরকার মেনে নিদিষ্ট সময় মতো বেতন বৃদ্ধি করাকে Actual effect বলে! অপরদিকে Notional effect, বেতন কমিশনে বেতন বৃদ্ধি হলো কিন্তু সেই বকেয়া বেতন একটি নিদিষ্ট সময় পর্যন্ত হাতে পাবেন না৷ কি কিউট তাই না! এই সিস্টেমটি বাম আমলের সৃষ্টি৷ তবুও বলবো বাম আমলের Notional effect সহ্য করা গেলেও তৃণমূল সরকারের আমলে তা অসহ্য৷ ষষ্ঠ বেতন কমিশন (সারণী) দেখলে তা বোঝা যাবে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group