বাকি সিলেবাস, নির্বাচনের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার! কবে পরীক্ষা?

Published:

Higher Secondary Exam
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর শুরুতেই হতে চলেছে বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলের লড়াইয়ে চলছে জোরকদমে হাড্ডাহাড্ডি। তাইতো এখন থেকেই ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীদল। কিন্তু তার আগেই চলতি মাসে হতে চলেছে SIR। তাই এইমুহুর্তে ভোটের ময়দানে হাওয়া বেশ গরম। আর এই আবহে বিধানসভা নির্বাচনের কারণে এবার এগিয়ে আনা হল উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা (Higher Secondary Exam)।

ভোটের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা

২০২৬ সালে রয়েছে এ রাজ্যে বিধানসভার নির্বাচন। সে কারণেই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ও চূড়ান্ত সেমেস্টার পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে ফেব্রুয়ারিতে। কিন্তু সেমেস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী, ছ’মাস পঠনপাঠনের পর পরীক্ষা হয় তবে এবার সে সময় পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। এ দিকে পুজোর জন্য প্রায় গোটা অক্টোবরে বন্ধ থাকছে স্কুল। সরকারি ভাবে পঠনপাঠন শুরু হবে চলতি বছর ২৫ অক্টোবর থেকে অর্থাৎ, টেনেটুনে মাস তিনেক সময় পাবেন শিক্ষকেরা। কিন্তু তাতেও ঝামেলা। কারণ সেই সময় অন্যান্য শ্রেণীর পরীক্ষা চলবে। যার ফলে ব্যাহত হতে পারে দ্বাদশের পঠনপাঠন। তাই সিলেবাস কমিয়ে দেওয়া বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষকরা।

কম সময়ে অত্যাধিক সিলেবাস পড়ুয়াদের

গত ২২ সেপ্টেম্বর শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। হিসাব মতো, ১৬ মার্চের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। কিন্তু প্রথম সেমেস্টারের পরীক্ষার পরেই পুজোর ছুটি পড়ে গিয়েছে। নভেম্বরে ক্লাস শুরু হলেও নানা কার্যক্রম রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। আবার ৩-১৩ ই নভেম্বরের সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট হওয়ার কথা। তার সঙ্গে বাকি ক্লাসের বার্ষিক পরীক্ষা। এদিকে ডিসেম্বরের শেষে পড়বে শীতের ছুটি, তারপর যুব দিবস, নেতাজি জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস-সহ একাধিক সরকারি ছুটি। এমনকি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে সরস্বতী পুজো— সবই থাকবে এই সময়। ফলে পড়ুয়ারা ৭০-৭৫ দিনও সময় পাবে না। তাই এই কম সময়ে এত তাড়াতাড়ি পরীক্ষা পড়ে যাওয়ায় চিন্তায় ঘুম উড়েছে শিক্ষক, পড়ুয়া সহ অভিভাবকদের।

সিলেবাস কমানোর আবেদন শিক্ষকদের

অত্যাধিক সিলেবাস এত কম সময়ে কীভাবে শেষ হবে তাই নিয়ে চিন্তায় পড়েছেন নারায়ণদাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া। তিনি বলেন, “নভেম্বর থেকে পুরোদমে পঠনপাঠন শুরু হলেও হাতে মাত্র ৯০ দিন সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন কাজ।” একই সুর শোনা যাচ্ছে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজার মুখেও। তিনি বলেন, “এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্রাকটিক্যাল ও থিওরির সমস্ত পাঠ শেষ করা কার্যত অসম্ভব।” কিন্তু এত সমস্যা থাকতেও এখনো পর্যন্ত সিলেবাস কমানো নিয়ে কোনও ইতিবাচক ইঙ্গিত দেয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধ্বে নন!’ SIR বিতর্কের মাঝে মমতার বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি শুভেন্দুর

কী বলছে সংসদ?

সংসদের তরফে জানানো হয়েছে, সরকারের অনুমতি নিয়েই ২০২৬ সালের পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, “সিলেবাস নিয়ে চিন্তা না করে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করুক। পরীক্ষা দিতে যাতে কোন‌ও অসুবিধা না হয়, সে বিষয়ে কাউন্সিল সর্বদা লক্ষ্য রাখবে। তবে এই মুহূর্তে পরীক্ষার সময় বা সিলেবাস পরিবর্তন করার সুযোগ নেই।” এবার দেখার পালা পড়ুয়াদের উপর পরীক্ষার চাপ কতটা সুদূরপ্রসারী হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join