বর্ধমানে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি যুবকের! যুবতী সাহস দেখিয়ে ভিডিও করতেই …

Published:

Bardhaman
Follow

প্রীতি পোদ্দার, বর্ধমান: ভরা রাস্তায় তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি এক যুবকের! বাইক চালাতে চালাতেই প্যান্টের চেন খুলে টোটোয় বসা চার তরুণীকে উত্যক্ত করছিল ওই যুবক। সকলের সামনে রাস্তায় এমন ‘অভব্যতা’ দেখে এক তরুণী ক্যামেরাবন্দি করেন সেই ভিডিও, যা ভাইরাল হতেই বড় পদক্ষেপ গ্রহণ করল বর্ধমান (Bardhaman) থানার পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে, বর্ধমান জেলার বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় এক ব্যক্তি মেয়েদের সামনে প্রকাশ্যে অশ্লীল আচরণ করেন, আর সেই ঘটনার প্রতিবাদ জানাতে সাহস দেখিয়ে ওই ব্যক্তির অশ্লীল আচরণের ভিডিও রেকর্ড করেন একজন। ভিডিও সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজেকে আড়াল করার জন্য মুখে মাস্ক পড়ে বাইক চালাচ্ছিলেন। তার বাইকের নম্বর প্লেটও প্রায় ভাঙা ছিল। সেই সময় তাঁর সামনে টোটোতে করে যাচ্ছিলেন চার তরুণী। তাদের মধ্যে একজন এই ভিডিওটি করছিলেন। অভিযোগ টোটোয় থাকা তরুণীদের দেখে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন ওই ব্যক্তি। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণীরা।

তদন্তে নামল পুলিশ?

ভিডিও পোস্ট করার পর তরুণীরা জানিয়েছেন, ওই যুবকের নাম বাবু বিশ্বাস। তিনি নাকি স্থানীয় এলাকারই বাসিন্দা। দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে অশোভনমূলক কাজ করায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও নজরে পড়ে বর্ধমান সাইবার থানার পুলিশের। সঙ্গে সঙ্গে তদন্তের জন্য যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে তরুণীদের কোনও পরিচিতি বা ঘনিষ্ঠতা নেই। এর আগে অভিযুক্তের এমন ঘটনার অভিযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: খরচ ৩.৩ লাখ! উন্নয়নের জন্য কেন্দ্রের দেওয়া টাকায় তৃণমূল নেতাদের দিঘা ভ্রমণ?

প্রসঙ্গত, ওই যুবকের অশ্লীল আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সকলের নজর এড়িয়ে কীভাবে এমন অশোভনীয় কাজ করলেন ওই যুবক, সে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ওই ভিডিও দেখে অভিযোগ করেছেন যে, ওই যুবক বিকৃতকাম। সে কারণেই তরুণীদের দেখে এমন কাজ করেছেন। তাই শীঘ্রই ওই যুবকের কঠোর শাস্তি হওয়া উচিৎ বলে দাবি জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join