কলকাতার ফ্লাইওভারে বাইক চলাচলে নয়া নিয়ম, দুর্ঘটনা রুখতে কড়া হচ্ছে পুলিশ

Published on:

bike riding time

প্রীতি পোদ্দার, কলকাতা: গত রবিবার পরপর দুটো ভয়াবহ বাইক দুর্ঘটনা, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছিল এলাকা জুড়ে। মা ফ্লাইওভারে রবিবার সকালে দুই বাইক আরোহীর মৃত্যুতে থমথমে পরিবেশ তৈরি হয়েছিল। ফের আবার ওই একই দিনে কয়েক ঘণ্টার মধ্যে ফুলবাগান এলাকায় ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে মৃত্যু হয় আরও এক বাইক আরোহীর। রাস্তায় ছিটকে পড়েন তিনি। মাথায় ছিল না কোনও হেলমেট, আর তার জেরেই মাথায় গুরুতর চোট পান তিনি। এবং হাসপাতালে যেতে না যেতেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনার পরিমাণ যেন দিন দিন বেড়েই চলেছে। তাই এবার দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিল প্রশাসন।

দুর্ঘটনা রুখতে উড়ালপুলগুলিতে নয়া নিয়ম

WhatsApp Community Join Now

এতদিন পর্যন্ত এজেসি বোস রোড, মা ফ্লাইওভার, পার্ক স্ট্রিট, গার্ডেনরিচ এবং উল্টোডাঙা উড়ালপুল গুলিতে মোটরবাইক–স্কুটি রাত ১০টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত উঠতে পারত না। কিন্তু এখন সেই নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত কোনও মোটরবাইক–স্কুটি উঠতে পারবে না বড় উড়ালপুল গুলিতে। খুব শীঘ্রই এই নয়া নিয়ম চালুর বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে।

নিম্নমুখী হবে দুর্ঘটনার গ্রাফ!

ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে ট্রাফিক পুলিশের শীর্ষ কর্তাদের বৈঠক হয়ে গিয়েছে। আর সেই বৈঠকেই নয়া নিয়ম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে নতুন বছরের শুরু থেকেই এই নিয়ম চালু করা হবে। যদিও নয়া ব্যবস্থা চালু হওয়ার দিনক্ষণ নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। অনেকাংশের মতে এই নিয়ম চালু হলে দুর্ঘটনাকে কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে। কোনোরকম প্রাণহানির ঘটনাও ঘটবে না।

এই প্রসঙ্গে ট্র্যাফিক পুলিশের এক কর্তার দাবি, ‘রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত বড় উড়ালপুলগুলির উপরে চার চাকার গাড়ির চাপ তুলনায় কম থাকে। আর এই সুযোগে বাইক স্কুটি আরোহীরা দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করেন। আর সেই সময় ঘটে যায় বড় দুর্ঘটনা। বারংবার একাধিক ট্রাফিক গার্ডরা নির্দেশ দিলে কোনো কিছুরই পরোয়া করেন না তাঁরা। এবার সেই কারণেই বাইক চলাচল নিয়ন্ত্রণ করার কথা ভাবা হচ্ছে।”

সঙ্গে থাকুন ➥
X