বিক্রম ব্যানার্জী, কলকাতা: উচ্চতায় হার মানাবে দিল্লির কুতুব মিনারকেও। হাওড়ায় খুলতে চলেছে দেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার (Howrah Panchadeep Tower)। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, এই ওয়াচ টাওয়ারটির উচ্চতা অন্তত 400 ফুট। বলা বাহুল্য, এই এক ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ অংশকে পাখির চোখে দেখার সুযোগ পাবেন বহু মানুষ। টাওয়ারটির একেবারে কাছেই রয়েছে, হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন সর্বোপরি বিদ্যাসাগর সেতু। জানা গিয়েছে, পঞ্চদ্বীপ নামক ওই টাওয়ার আগামী বছরের মধ্যেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
ওয়াচ টাওয়ারের বিশেষ আকর্ষণ ও অন্যান্য ব্যবস্থা
খোঁজ নিয়ে জানা গেল, 120 মিটার উচ্চতার হাওড়ার ওই ওয়াচ টাওয়ারটিতে 2,000 বর্গফুট জায়গা জুড়ে তৈরি হচ্ছে একটি পর্যবেক্ষণ ডেক। যেখানে একসাথে 200 জন মানুষ দাঁড়িয়ে থেকে চারটি টেলিস্কোপের সাহায্যে 20 কিলোমিটার দূরের দৃশ্য উপভোগ করতে পারবেন। এই রেঞ্জের মধ্যেই পড়ছে, নিউটাউন, সল্টলেক, বিমানবন্দর, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ এলাকা।
শুধু তাই নয়, জানা গিয়েছে পর্যবেক্ষণ মঞ্চের ঠিক নিচে 104 মিটার উচ্চতায় থাকবে একটি রেস্তোরাঁ ও বিশাল ব্যাঙ্কোয়েট হল। যা তৈরি হচ্ছে খানিকটা বিশ্ববাংলা গেটের আদলে। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় পঞ্চদ্বীপ কন্সট্রাকশনের পরিচালক প্রকৌশলী রাম রতন রায়চৌধুরী জানিয়েছেন, ‘যে ব্যাঙ্কোয়েট হলটি তৈরি হচ্ছে সেখানে 200 জনের জন্য জন্মদিন, রিং সেরিমনি, বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশন, অফিস পার্টির মতো ছোটখাটো গেট-টুগেদারও আয়োজন করা যাবে।’
শোনা যাচ্ছে, ওই ওয়াচ টাওয়ারে 25 মিটার এবং 50 মিটার উচ্চতার দুটি আলাদা ডেকও থাকবে। এছাড়াও থাকছে দুটি হাইস্পিড এলিভেটর। যা মাত্র 40 সেকেন্ডের মধ্যেই 120 মিটার উপরে পৌঁছে দেবে দর্শকদের। এছাড়াও প্রতিটি লিফটে একসাথে 15 জন মানুষ ওঠা নামা করতে পারবেন। এছাড়াও ওয়াচ টাওয়ারের সাথেই থাকবে একটি বিরাট পার্ক। যেখানে সময় কাটাতে পারবেন দর্শকরা। বলে রাখি, এই টাওয়ারটি মাটির নিচে অন্তত 35 মিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে 169টি পাইলিং করা হয়েছে। টাওয়ারটিকে মূলত ভূমিকম্প থেকে বাঁচাতে ব্যবহার করা হয়েছে অন্তত 1,400 টন স্টিল।
টাওয়ার থেকে বাইরের দৃশ্য দেখতে কত খরচ হবে?
হাওড়ার এই বিশালাকার ওয়াচ টাওয়ার তৈরি করতে 75 কোটি টাকা খরচ হবে বলেই ধারণা করা হচ্ছে। সে প্রসঙ্গে কথা বলতে বলতেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কনস্ট্রাকশনের প্রধান পরিচালক রাম রতন রায়চৌধুরী বলেন, ‘আমাদের এই ওয়াচ টাওয়ারে দর্শকদের জন্য সব রকম সুবিধা থাকছে। এছাড়াও তাদের নিরাপত্তার কথা ভেবে উচ্চ রেলিং, অগ্নি নির্বাপণ ব্যবস্থা সহ আনুষাঙ্গিক সুরক্ষা ব্যবস্থা থাকছে।’
তাঁর কথায়, ‘ওয়াচ টাওয়ারটিতে একসাথে সর্বোচ্চ 150 থেকে 200 জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। একই সাথে, ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের দৃশ্য পরিদর্শনের জন্য সময় থাকবে সর্বোচ্চ 30 মিনিট। এই সময়ের থেকে বেশিক্ষণ ওয়াচ টাওয়ার এর মধ্যে থাকলে আলাদা করে চার্জ গুনতে হবে। দর্শকদের।’ টিকিটের ভাড়া কত হবে? এমন প্রশ্নের উত্তরে রায়চৌধুরী বাবু জানিয়েছেন, ‘প্রত্যেক দর্শক পিছু টিকিটের ভাড়া খুব বেশি হলে 100 টাকা থেকে 150 টাকা হতে পারে।’ তবে এই দাম শুধুমাত্র উইক ডেজের জন্য। উইকেন্ড কিংবা ছুটির দিনে টিকিটের দাম কিছুটা বাড়লেও বাড়তে পারে।
অবশ্যই পড়ুন: প্রকাশ্যে বোরখা, হিজাব পরলেই ২.৬ লক্ষ টাকা জরিমানা! আইন আনছে ইতালি সরকার
উল্লেখ্য, দেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ারটি হাওড়ার বেলিলিয়াস পার্ক লাগোয়া ইস্ট ওয়েস্ট বাইপাসের ধারেই তৈরি হচ্ছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই এই ওয়াচ টাওয়ারটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।