প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর লোকসভা নির্বাচনের অনেক আগেই কেন্দ্রীয় সরকার কর্মীদের ৪ শতাংশ DA বৃদ্ধি করেছিল। যার ফলে DA বা মহার্ঘ ভাতা দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। তার উপর বেশ কিছুদিন আগে চলতি অক্টোবরেই কেন্দ্র সেই DA এর পরিমাণ দীপাবলীর আগে একধাক্কায় বাড়ানোর ঘোষণা করে। ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবং পেনশনভগীদের তিন শতাংশ ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হল। যার ফলে বর্তমানে DA এর পরিমাণ হয়েছে ৫৩ শতাংশ।
কিন্তু এদিকে রাজ্য সরকার চলতি বছর লোকসভা ভোটের আগে কর্মীদের DA ৪ শতাংশ বাড়িয়েছিল। অর্থাৎ আগে যেখানে ১০ শতাংশ হারে DA বা মহার্ঘ ভাতা দেওয়া হত, বর্তমানে সেই DA এর পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ। কিন্তু তবুও কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA এর ব্যাপারে বিস্তর ফারাক রয়ে গিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে DA না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে হার মানছে না সংগ্রামী যৌথ মঞ্চ। DA আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৯ শতাংশ DA দিতে হবে রাজ্যকে। তাই এই আবহে পুজো শেষে ফের অফিস খুলতেই নতুন করে কর্মসূচির ঘোষণা করলেন DA আন্দোলনকারীরা।
ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের!
জানা গিয়েছে, সরকারের DA বৃদ্ধি সহ আরও বেশ কিছু ঘটনার দাবি জানিয়ে আগামী ২৯ অক্টোবর, মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত ২ ঘণ্টার জন্যে পালিত হবে এই ‘পেন ডাউন’। DA বৃদ্ধি ছাড়া যে যে দাবিগুলি সংগ্রামী যৌথ মঞ্চ তুলে ধরছে সেগুলি হল ছয় লক্ষ পদে স্বচ্ছ ভাবে স্থায়ী নিয়োগ, সরকারি দফতরে হুমকির সংস্কৃতি বন্ধ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আরজি কর এবং জয়নগরের ঘটনায় বিচারের দাবি নিয়েও করা হবে প্রতিবাদ মিছিল।
বকেয়া মহার্ঘ ভাতা মামলায় সংযুক্ত হওয়ার আবেদন ভাস্করের
অন্যদিকে আবার আগামী ৭ জানুয়ারি, ২০২৫ সালে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলাটি। আর এই মামলায় সরাসরি যুক্ত হওয়ার আবেদন জানান সংগ্রামী যৌথ মঞ্চ। প্রতিবাদের অন্যতম মুখ ভাস্কর ঘোষ বলেন, “ বকেয়া DA মামলা সুপ্রিম কোর্ট চলছে। সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ এখনও পর্যন্ত অংশীদার নয়। এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য আমাদের প্রক্রিয়া চলছে। এই লড়াইতে সবাইকে সাথে চাই। কারণ এই লড়াই বৃহৎ ও কঠিন।”