প্রীতি পোদ্দার, কলকাতা: যেই ঘটনার জেরে গোটা দেশে সিস্টেমের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের ঝড় বয়ে গিয়েছিল আজও সেই ঘটনার বিচার নিয়ে এখনও নীরব গোটা সিস্টেম। আর সেই ঘটনাটি হল আরজি কর কাণ্ড। দেখতে দেখতে প্রায় চার মাস পাড় হয়ে গিয়েছে। গত ৯ আগস্ট রাতে আরজি কর কাণ্ডে সেই দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনাকে ঘিরে সুবিচারের দাবিতে আজও এলাকায় এলাকায় চলছে আন্দোলন।
জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল
এই আন্দোলন যেন থানার নয়। যতদিন না পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের শাস্তি হচ্ছে ততদিন এই লড়াই চলতে থাকবে। এদিকে সেই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তত্কালীন ওসি অভিজিত্ মণ্ডল। কিন্তু ৯০ দিনের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারার ফলে নিয়মাফিক জামিন পেয়ে গিয়েছেন দু’জনই। ঘটনার মোড় এক অন্য জায়গা নিয়েছে। তাঁদের এইরূপ জামিন মানতে পারেনি রাজ্যবাসী। এদিকে তদন্তে শ্লথ গতিতে চলার কারণে এবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর অনুমতিতে ফের নতুন করে তদন্তের আবেদন জানালেন নির্যাতিতার বাবা মা।
সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব বিচারপতির
এদিন আদালতে নির্যাতিতার বাবা-মা অভিযোগ জানান যে খুব শ্লথ গতিতে চলছে তদন্ত প্রক্রিয়া। তাই বর্তমানে তদন্তে সঠিক প্রমাণ উঠে আসছে না। আশঙ্কা করা হচ্ছে, প্রভাবশালী মহলের চাপে তথ্য লুকিয়ে ফেলা হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে দ্রুত তদন্ত নতুন করে শুরু করা জরুরি, না হলে ন্যায়বিচার অসম্ভব হয়ে পড়বে।” সেই সূত্রে আরজি কর মামলার তদন্ত নিয়ে এদিন সিবিআইকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তদন্ত কীভাবে এগোচ্ছে সে ব্যাপারে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে আগামী ২৪ ডিসেম্বর CBI কে তদন্তের যাবতীয় নথি হাইকোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারিক। তবে সেক্ষেত্রে স্পষ্ট বলা হয়েছে যে কোনওভাবেই যাতে ট্রায়াল বন্ধ করা যাবে না বলেও এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
ইতিমধ্যেই CBI এর তরফে জানানো হয়েছে, তদন্তে অগ্রগতির ব্যাপারে ৮টি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতকে। এদিকে চুপ করে বসে নেই জুনিয়র ডাক্তাররাও। যেদিন আরজি মামলায় জামিন পান সন্দীপ ঘোষ ও অভিজিত্ মণ্ডল, সেদিন সন্ধ্যায় আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল শুরু হয়। এরপর সল্টলেক করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযানও করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার দেখার পালা কতটা কার্যকরী হয়ে ওঠে এই আন্দোলন। এবং কলকাতা হাইকোর্ট কতটাই বা এই ঘটনার বিচার ব্যবস্থায় সক্রিয় ভূমিকা পালন করতে পারে।