অবসান হতে পারে দীর্ঘ প্রতীক্ষার, নতুন রেলপথ পাবে বাংলা, শুরু হল উদ্যোগ

Published on:

new railway track west bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ আবারও একবার জয়নগর-মজিলপুর স্টেশন থেকে রায়দিঘি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য দাবি উঠল। দীর্ঘদিন ধরে এই রেল লাইন তৈরী করার দাবি জানিয়ে আসছেন সাংসদ বিধায়ক থেকে শুরু করে স্থানীয় মানুষজন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও এই লাইন তৈরী হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের মাত্রাও বাড়ছে। এর আগে জয়নগর-মজিলপুর স্টেশন থেকে রায়দিঘি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য শিলান্যাস অবধি হয়েছিল। তবে অতটাই। রেল লাইন কিংবা ট্রেনে পরিষেবা আর শুরু হয়নি। তবে এবার আসরে নামলেন স্থানীয় সাংসদ বাপি হালদার। চিঠি লিখলেন কেন্দ্রকে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

কেন্দ্রকে চিঠি লিখলেন সাংসদ

অনেকেই হয়তো জানেন তো আবার অনেকেই জানেন না যে ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর-মজিলপুর স্টেশন থেকে রায়দিঘি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রেললাইন সম্প্রসারণের জন্য ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন রায়দিঘি বাসস্ট্যান্ডে। রায়দিঘিতে কয়েক লক্ষ টাকা খরচ করে মঞ্চ বেঁধে রীতিমতো সকলকে তাক লাগিয়ে শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন অধুনা প্রয়াত, তৎকালীন সাংসদ চৌধুরী মোহন জাতুয়া। অভিযোগ, মাঝে এতটা বছর কেটে গেলেওই আজও পর্যন্ত কাজ শুরুই হয়নি। কবে সেই কাজ শুরু হবে কিংবা আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে এত বছর পর এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন বাপি হালদার।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বাপি হালদার চিঠিতে কী লিখেছেন? তাহলে জানিয়ে রাখি, চিঠিতে বাপি হালদার জানান, ‘রায়দিঘি থেকে জয়নগর-মজিলপুর পর্যন্ত রেললাইন চালু হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’

কবে চালু হবে রেললাইন পাতার কাজ? | Jaynagar to Raidighi rail track |

রায়দিঘি থেকে জয়নগর-মজিলপুর পর্যন্ত রেললাইন চালু হওয়া নিয়ে সাধারণ মানুষের অপেক্ষা যেন শেষই হতে চাইছে না। অন্তত এই রেল লাইনটি চালু হয়ে গেলে আর স্থানীয় বাসিন্দাদের বাদুড়ঝোলা ট্রেন বা ব্রেক জার্নি করে কলকাতা যেতে হবে না। এই রুটে রেল পরিষেবা চালু হলে  মথুরাপুর ১, মথুরাপুর ২ ব্লক, পাথরপ্রতিমা, জয়নগর ১, কুলতলি ব্লকের একাংশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। এই প্রসঙ্গে প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রায়দিঘি থেকে জয়নগর-মজিলপুর পর্যন্ত রেলের কোনও অনুমোদন বা বাজেট ছিল না। ভাঁওতাবাজি করে শিলান্যাস করা হয়েছিল। এখন মুখ বাঁচাতে আবেদন জানিয়েছে রেল দফতরে।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি শ্যামাপ্রসাদ হালদারের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দফতরের অনুমোদন এবং বরাদ্দ না হলেও ভোটের রাজনীতিতে করতে শিলান্যাস করেছিলেন। এখন তাংর দলের সাংসদ ভাল উদ্যোগ নিয়েছেন। দেখা যাক, কী হয়।’

বর্তমান রুট কেমন

বর্তমানে রায়দিঘির মথুরাপুর ২ ব্লক থেকে কলকাতায় আসতে হলে বাস বা ছোট গাড়িতে প্রায় কুড়ি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মথুরাপুর স্টেশনে আসতে হয়। সেখান থেকে দেড় থেকে পৌনে দু’ঘণ্টা ট্রেনে চেপে শিয়ালদহে পৌঁছতে হয়। এহেন অবস্থায় ট্রেনের দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥