Indiahood-nabobarsho

এবার নর্দমার জল শোধন করে লাগানো হবে কাজে, খড়গপুর IIT-কে গুরু দায়িত্ব কলকাতা পুরসভার

Published on:

kmc

প্রীতি পোদ্দার, কলকাতা: জনজীবনে জলের ব্যবহার যেমন অনেক বাড়ছে ঠিক তেমনই জলের অপচয়ের পরিমাণও বেশ বাড়ছে। তার উপর শহরে নিয়মিত গাছে জল দেওয়া থেকে শুরু করে রাস্তা ধোয়ানো, শীতকালে বাতাসে জল স্প্রে করা সহ নানা কাজে পরিশ্রুত পানীয় জল ব্যবহার হচ্ছে। আর ফলে ব্যাপক জলের অপচয় হচ্ছে। এদিকে সেই জলের ব্যবহার কমাতে প্রতি বছর নতুন পরিকল্পনা নেয় কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এবছরেও এর ব্যতিক্রম হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নর্দমার জল নিয়ে বড় পদক্ষেপ পুরসভার

জানা গিয়েছে এবার শহরের নিকাশি নালার জলকে কাজে লাগাতে চায় কলকাতা পুরসভা। সেই জল শোধন করে তা পুনরায় ব্যবহার করতে চায় পুরসভা। আসলে তাঁদের মূল উদ্দেশ্য হল শুধু পানীয় জল দিয়ে যেখানে রাস্তা ধোয়া এবং গাছে জল দেওয়ার কাজ হচ্ছে সেখানে ওই জলের পরিবর্তে নর্দমার জলকে শুদ্ধ করে সেই কাজে লাগানো। এবং পানীয় জলের অপচয় বন্ধ করা। আর তাই সেই ভাবনা থেকেই খড়গপুর আইআইটিকে দায়িত্ব ভার দিয়ে চলেছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ।

জলশোধনের প্রজেক্ট নির্মাণের দায়িত্বে আইআইটি খড়্গপুর

সূত্রের খবর, বুধবার নর্দমার জল শোধনের বিষয় নিয়ে আইআইটি খড়্গপুরের অধ্যাপকের সঙ্গে বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুর কমিশনার ধবল জৈন, মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ এবং অন্য আধিকারিকেরা। সেখানেই এই জল পরিশোধন নিয়ে নানা ভাবনা চিন্তা করা হয়। এবং সিদ্ধান্ত নেওয়া হয় আইআইটি খড়্গপুরের প্রযুক্তি কাজে লাগিয়ে পুরসভা পরীক্ষামূলক ভাবে একটি জলশোধনের প্রজেক্ট তৈরি করবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে খড়্গপুরের প্রযুক্তিকে কাজে লাগিয়ে নোনাডাঙ্গা কিংবা সাউদার্ন অ্যাভিনিউতে হতে পারে জল শোধনের ব্যবস্থা। পাশাপাশি, শহরের অন্য নিকাশি পাম্পিং স্টেশনগুলিতেও পরীক্ষা করা হবে সেই প্রযুক্তি। এই কাজ নিয়ে গত বছরে লোকসভা ভোটের আগেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ভোট সংক্রান্ত কারণে তা এত দিন পর্যন্ত সে ভাবে অগ্রগতি হয়নি। এবার বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিতে চলেছে পুরসভা।

আরও পড়ুনঃ কলকাতায় তৈরি হল নতুন রাস্তা, চিংড়িঘাটায় যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, জানুন রুট

এদিকে IIT-র গবেষক তথা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শীর্ষেন্দু দে জানিয়েছেন, নর্দমার নোংরা জল পরিশোধন করার পর যে স্লাজ বা থকথকে কর্দমাক্ত উপাদান পড়ে থাকে, সেটাকে জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি, সেই জল অনায়াসে গাছগাছালি, রাস্তা, বিল্ডিং ধোয়ানোর কাজেও ব্যবহার করা যাবে। জানা গিয়েছে চলতি মাসের শেষেই ফাইনাল রিপোর্ট দেখাতে পুরসভায় আসছেন গবেষক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group