প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে এখন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলকে ঘিরে শুরু হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেই আরও তেড়েফুঁড়ে উঠল চাকরিহারারা। মামলা উঠল হাইকোর্টে। আর এই আবহে ফের প্রশাসনিক রদবদল করল নবান্ন (Nabanna)।
একাধিক আইপিএস কর্তাকে নয়া দায়িত্ব দেওয়া হল। এমনকি অনেক অফিসারকে যৌথ দায়িত্ব পর্যন্ত দেওয়া হয়েছে। এছাড়াও অনেক অফিসারের থেকে পুরোনো পদ কেড়ে নিয়ে নতুন পদ দেওয়া হয়েছে। কোন অফিসার কোন পদ পেল একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
আইপিএস রাজীব কুমারকে দেওয়া হল অন্য পদ!
নবান্নের তরফে জানানো হয়েছে এতদিন ডিজি পদের দায়িত্বে থাকা আইপিএস রাজীব কুমার, তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস- এর অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু এখন সেই দায়িত্ব দেওয়া হবে অনুপকুমার আগরওয়ালকে। তিনি অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট, জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এইমুহুর্তে আইপিএস রাজীব কুমার রইলেন শুধুমাত্র রাজ্য পুলিশের ডিজি হিসাবেই।
বিনীত গোয়েল এবং দময়ন্তী সেনের পদ পরিবর্তন
এছাড়াও, এডিজি ও আইজিপি (এসটিএফ) এবং প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি ও আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) করা হয়েছে। এবং এডিজি ও আইজিপি (পলিসি) দময়ন্তী সেনকে এডিজি ও আইজিপি (এপি)-র দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজি সিজি (হোমগার্ডস) পদে থাকা সঞ্জয় সিং-কে ডিজি আইজি (সাইবার সেল) পদের দায়িত্ব দেওয়া হয়েছে ও এডিজি আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) অজেয় মুকুন্দ রানাডেকে এডিজি সিজি (হোমগার্ডস) পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসা মোকাবিলা করতে বড় দাওয়াই সুপ্রিম কোর্টের! জারি সাত দফার নির্দেশিকা
অন্যদিকে কারা দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ কুমারকে মাস এডুকেশন এক্সটেনশন ও লাইব্রেরি সার্ভিসের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব হৃদেশ মোহনকে কারা দপ্তরের দায়িত্ব দেওয়া হল। সাইবার সেলের এডিজি হরিকিশোর কুসুমাকারকে করা হল এডিজি আইজি (কোস্টাল সিকিউরিটি)। এছাড়াও এডিজি (লিগ্যাল) আনন্দ কুমার সামলাবেন পলিসির দায়িত্ব এবং আইজিপি-২ (সিআইডি) শঙ্খশুভ্র চক্রবর্তী অতিরিক্ত হিসাবে সাইবার সেলের দায়িত্ব সামলাবেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।