দুর্ভোগ কমবে যাত্রীদের, আরও আধুনিক গেট বসল হাওড়া ময়দান মেট্রো স্টেশনে

Published:

howrah maidan metro afc gate
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি রোজ মেট্রোতে যাতায়াত করেন? হাওড়া ময়দান মেট্রো স্টেশন (Howrah Maidan Metro) থেকে মেট্রো ধরেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এমন এক জিনিস বসল যার দরুণ ব্যাপকভাবে উপকৃত হবেন যাত্রীরা। আসলে স্টেশনে থাকা বুকিং কাউন্টারের দুই পাশে দুটি নতুন Automated Fare Collection (AFC) গেট স্থাপন করা হয়েছে। এর ফলে রোজকার যাতায়াতকারী যাত্রীরা লাভবান হবেন।

হাওড়া ময়দান মেট্রো স্টেশন মিলবে নতুন সুবিধা

নিশ্চয়ই ভাবছেন এই গেটের কাজ কী? কীভাবে যাত্রীদের উপকারে আসবে গেট দুটি? তাহলে জানিয়ে রাখি, এই নতুন গেটগুলি গ্রিন লাইনের যাত্রীদের সরাসরি পেইড এরিয়া থেকে পেইড এরিয়াতে প্রস্থান করতে সক্ষম করবে এবং যাত্রীদের অবাধ যাতায়াত নিশ্চিত করবে। আর এই নিয়ে মোট ১০টি স্মার্ট গেট পেল হাওড়া ময়দান মেট্রো স্টেশন।

এই গেটগুলি ভিড় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে। এই ১০টি গেটের মধ্যে, ২টি গেট শুধুমাত্র প্রবেশের জন্য, ৩টি গেট শুধুমাত্র প্রস্থানের জন্য এবং ৫টি গেট দ্বিমুখী গেট যা টোকেন, স্মার্ট কার্ড এবং QR কোড ভিত্তিক টিকিট-সহ ভ্রমণকারী যাত্রীদের প্রবেশ এবং প্রস্থানের জন্য রয়েছে। এই ৫টি দ্বিমুখী গেটের মধ্যে তিনটি হুইলচেয়ার-গামী যাত্রীদের জন্য নির্ধারণ করা হয়েছে। মেট্রোর এহেন সিদ্ধান্তে খুশি নিত্য যাত্রীরাও।

খুশি যাত্রীরাও

যাত্রীরা এই গেটগুলিতে তাঁদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারবেন। এই গেটগুলিতে QR কোড স্ক্যানারও এমবেড করা আছে যাতে QR কোড-ভিত্তিক টোকেনধারী যাত্রীরা এই গেট দিয়ে সহজেই এই স্টেশনে প্রবেশ/প্রস্থান করতে পারবেন। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা ‘AAMAR METRO’ নিয়ে গর্বিত। কাউন্টারে দীর্ঘ সারি এড়াতে, যাত্রীদের স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মতো ডিজিটাল টিকিটিং মোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে যা অ্যাপের মাধ্যমে বা রিচার্জের সময় বুক করলে ৫% বোনাস/ছাড় পাওয়া যায়। সময় বাঁচাতে তাদের টিকিট বুক করতে বা স্মার্ট কার্ড রিচার্জ করতে ‘AAMAR KOLKATA METRO’ অ্যাপটি ডাউনলোড করার জন্যও অনুরোধ করা হচ্ছে।’’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join