Indiahood-nabobarsho

ভারতরত্ন, নোবেল পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা প্রতারণা! মুর্শিদাবাদে গ্রেফতার শিক্ষক

Published on:

Murshidabad

প্রীতি পোদ্দার, মুর্শিদাবাদ: বিগত কয়েক বছর ধরে চাকরি চুরি বা নিয়োগ ক্ষেত্রে প্রতারণার মত একাধিক অভিযোগ উঠে এসেছিল শাসকদলের বিরুদ্ধে। যার ফলে একাধিক দাপুটে নেতাকে জেলবন্দী থাকতে হয়েছিল। উঠে এসেছিল একের পর এক বিস্ফোরক তথ্য। কিন্তু এবার চাকরি দেওয়ার প্রতিশ্রুতির তালিকায় সংযুক্ত হল সাহিত্যে নোবেল, ভারতরত্ন, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ। সম্প্রতি ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে প্রাক্তন স্কুল শিক্ষিকাকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাইরুল বিবি নামে এক মহিলা অভিযোগ করেন যে শেখপুরা প্রাইমারি স্কুলের শিক্ষক হাসানুজ্জামান ভারতরত্ন সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে জাইরুল বিবির কাছ থেকে কয়েক লক্ষ টাকা অগ্রিম নিয়ে রেখেছিল। এমনকি মুর্শিদাবাদ জেলা পরিষদে চাকরি ও রেশন ডিলারশিপ দেওয়ার নাম করে টোপও দেওয়া হয়েছিল। প্রায় সব মিলিয়ে ৪২ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি।

ধাপে ধাপে নেওয়া হয়েছে ১৫ লক্ষ টাকা

সূত্রের খবর, জাইরুল বিবি নামে ওই মহিলা লেখিকা হিসাবে বেশ নামডাক রয়েছে এলাকায়। সেই সূত্রে বছর সাতেক আগে জাইনুর বিবির সঙ্গে জঙ্গিপুরের একটি বইমেলায় প্রতারক মহম্মদ হাসানুজ্জামান নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের সঙ্গে পরিচয় হয়। তিনি নিজেকে কলকাতার অনেক ‘বিশিষ্ট ব্যক্তির’ ঘনিষ্ঠ হিসাবে পরিচয় দেন বলে দাবি। লেখার প্রশংসার পাশাপাশি সুইডিশ অ্যাকাডেমির সঙ্গে কথা বলে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবেন বলে আশ্বাস দেন। তবে তার জন্য দরকার কিছু টাকা। এইভাবে কয়েক ধাপে ১৫ লক্ষ টাকা নেন বলেও অভিযোগ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সপ্তাহ শেষে শিয়ালদায় ভোগান্তি, ২ দিন রুট বদল ও বাতিল একাধিক লোকাল, দেখুন তালিকা

কিন্তু টাকা নিলেও কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি। শেষে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। জানা গিয়েছে, এইমুহুর্তে অভিযুক্ত শিক্ষককে পাঠানো হয় জঙ্গিপুর আদালতে। সেখানে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয় তাঁকে। যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। এই বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন খুব শীঘ্রই গোটা ঘটনার সত্যতা তুলে ধরা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group