মধ্যশিক্ষা পর্ষদের ক্ষমতা খর্ব, নিয়োগের অধিকার ছিনিয়ে নিল SSC! কেন এই পদক্ষেপ?

Published on:

ssc wbbse

শ্বেতা মিত্র, কলকাতাঃ এসএসসি দুর্নীতিকাণ্ডকে (SSC Scam) কেন্দ্র করে বর্তমানে সমগ্র বাংলা উত্তাল। নিয়োগের দাবিতে মাসের পর মাস ধরে রোদ, ঝড়, জল উপেক্ষা করছেন অনেকে। আবার নিয়োগে দুর্নীতির তথ্য উঠে আসতেই অনেক শিক্ষক-শিক্ষিকার চাকরিও ঝুলে রয়েছে। এই নিয়ে দফায় দফায় কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দফায় দফায় শুনানি চলছে। তবে এবার এসব থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন বলে মনে হচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবার SSC বিরাট পদক্ষেপ নিল বলে খবর। আপনিও কি জানতে ইচ্ছুক যে এসএসসি কী এমন সিদ্ধান্ত নিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

বড় পদক্ষেপ SSC -র

WhatsApp Community Join Now

এমনিতে ২০২২ সাল থেকে এই এসএসসির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এমনকি বহু হেভিওয়েটও এখন জেলের ঘানি টানছেন। তবে এতকিছুর মধ্যেও দীর্ঘ ৯ বছর পর উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে কাউন্সেলিং। এরই মধ্যে সামনে এল বিশাল বড় আপডেট। আগে নিয়ম ছিল যে স্কুল সার্ভিস কমিশন প্রার্থী বাছাই করে সুপারিশ করত, আর শিক্ষক পদে নিয়োগ করত মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবার মধ্যশিক্ষা পর্ষদের হাত থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নেওয়া হল বলে খবর। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কাউন্সেলিং, নিয়োগের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের হাতে আর কোনও দায়িত্ব থাকছে না। এবার থেকে সরাসরি নিয়োগ করবে স্কুলের ম্যানেজিং কমিটি বলে খবর।

৯ বছর পর মিলল চাকরি

দীর্ঘ ৯ বছর কলকাতা চাকরির সুযোগ পেয়েছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। ইতিমধ্যে কাউন্সেলিং শুরু হয়েছে কাউন্সেলিং। বাংলা ছাড়া অন্যান্য মিডিয়ামের কাউন্সেলিং আর মাত্র ২ দিন হলেই শেষ হয়ে যাবে। এরপর শুরু হবে বাংলা মিডিয়ামের কাউন্সেলিং। এখনও পর্যন্ত প্রায় ৪৫০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডেকেছে এসএসসি। তবে ১৪ শতাংশের বেশি চাকরিপ্রাপক কাউন্সেলিংয়ে হাজির হননি বলেই জানা গিয়েছে।

সঙ্গে থাকুন ➥
X