মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পিস্তল হাতে আটক এক শিক্ষক, ছেড়ে দেওয়া হল জিজ্ঞাসাবাদের পরই

Published:

Mamata Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির সামনে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। হ্যাঁ, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাড়ির সামনে পিস্তল সমেত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির গলির পাশ দিয়ে যাচ্ছিলেন। তবে তাঁর গতিবিধি সুবিধার ঠেকছিল না। সেজন্যই নিরাপত্তা রক্ষীরা তাঁকে আটক করেন আর তাঁর ব্যাগ তল্লাশি করে সেখান থেকে একটি পিস্তল এবং কয়েকটি গুলি উদ্ধার হয়।

কে ওই অভিযুক্ত?

পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, দেবাঞ্জন ভট্টাচার্য সল্টলেকের সিএ ব্লকের বাসিন্দা। পরিচয়পত্র অনুযায়ী তিনি একজন নামিদামি বেসরকারি স্কুলের শিক্ষক। এছাড়াও তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য। এদিকে জিজ্ঞাসাবাদের পর দেবাঞ্জন জানিয়েছেন, তাঁর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা। নিরাপত্তা রক্ষীরা পরিচয়পত্র এবং অন্যান্য ডকুমেন্ট দেখে নিশ্চিত হন যে তাঁর কোনওরকম খারাপ উদ্দেশ্য নেই। এরপরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, কালীঘাট এলাকা হাই সিকিউরিটি জোন। আর সেখানে সবসময়য় পাহারাদাররা থাকে। তবে দেবাঞ্জনের চালচালনে সুবিধা না মনে হওয়াতেই তারা সতর্ক হয়ে ওঠেন আর তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তৎক্ষণাৎ আটক করা হয়। পুলিশ সূত্র মারফৎ জানা যায়, তাঁর বয়স আনুমানিক ৫১। দেবাঞ্জন সবসময়ই পিস্তল নিজের সঙ্গে রাখেন। কারণ তিনি রাইফেল ক্লাবের সদস্য। তাই নিরাপত্তারক্ষীরা তল্লাশি এবং পরিচয়পত্র যাচাই করার পর তাঁকে ছেড়ে দিয়েছে।

এমনকি এও জানা যাচ্ছে যে, দেবাঞ্জন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে পুলিশকে তিনি নিজে থেকেই ওই পিস্তলটি দেখিয়েছিলেন, যাতে কোনওরকম সমস্যা ছাড়াই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে বন্দুক দেখানোর পরেও মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরেই তাঁকে ছাড়া হয়।

আরও পড়ুনঃ প্রকাশ্যে বোরখা, হিজাব পরলেই ২.৬ লক্ষ টাকা জরিমানা! আইন আনছে ইতালি সরকার

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অস্ত্রসহ আরও এক দুষ্কৃতী ধরা পড়েছিল। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তা থেকে ওই যুবককে পুলিশ আটক করেছিল। বাড়ির গলির ভেতর ঢোকার চেষ্টা করতে গিয়েই ধরা পড়েছিল সে। আর তার গাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join