বিহার, ওড়িশার চেয়েও খারাপ দশা বাংলার! GST থেকে আয়ে কত নম্বরে পশ্চিমবঙ্গ? প্রকাশ্যে রিপোর্ট

Published on:

GST Income

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক বিপুল ব্যয়ের নিরিখে রাজস্ব এবং রাজকোষের ভাণ্ডারে ঘাটতি বেড়েই চলেছে। সঙ্গে বাড়ছে পুঞ্জীভূত ঋণের পরিমাণও। যার ফলে রাজ্য সরকারের ওপর বাড়ছে আর্থিক চাপ। আর এই আবহে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক সাম্প্রতিক রিপোর্টে উঠে এল এক বিস্ফোরক তথ্য। GST বাবদ আয়ের নিরিখে অনেকটাই পিছিয়ে রইল পশ্চিমবঙ্গ (GST Income)। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

GST থেকে আয়ে কেমন রিপোর্ট বঙ্গের!

লোকসভায় তৃণমূল সাংসদ দীপক অধিকারী এবং বিজেপি সাংসদ ডি পুরন্দেশ্বরী কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জানতে চেয়েছিল যে GST আয়ের নিরিখে দেশের মধ্যে কোন রাজ্য এগিয়ে। এছাড়া এও জানতে চাওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে। আজ লোকসভায় সেই প্রশ্নের জবাব দিল কেন্দ্রীয় মন্ত্রক। GST থেকে আয়ের যে খতিয়ানটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ১১ মাসে পশ্চিমবঙ্গে মোট GST এর পরিমাণ ছিল ৬১,০৬৫ কোটি টাকা। যা গত অর্থবর্ষের মাত্র ৭% বৃদ্ধি পেয়েছে। তবে সামান্য বৃদ্ধি পেলেও এখনও অনেক পিছিয়ে বাংলা। আর এই মাপকাঠিতে সকলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে এসেছে নয়া দিল্লি এবং হরিয়ানা।

অন্যান্য রাজ্য কতটা এগিয়ে?

GST আয় সবসময় কেনাকাটার সময় বা বাজারে পণ্য বিক্রির সময় এর উপর নির্ভর করে। ফলে কোনও রাজ্যে GST খাতে আয় বিশেষ না বাড়ার অর্থ হল, সেই রাজ্যের কেনাকাটা বিশেষ বাড়ছে না। কেন্দ্রের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে দিল্লিতে GST আয় বৃদ্ধির হার ১৭% এবং হরিয়ানায় ১৬%। মহারাষ্ট্র এবং পঞ্জাবে তা বেড়েছে ১২%। উল্লেখযোগ্য বিষয় হল পশ্চিমবঙ্গকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে ওড়িশা। যেখানে ওড়িশার আয়ের পরিমাণ ১১%। তবে ১০% এ নেমে গিয়েছে কর্নাটক, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার এবং অসমের আয়ের পরিমাণ। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যকলাপের প্রসার স্পষ্টভাবেই প্রতিফলিত হচ্ছে রাজস্ব আয়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কিন্তু সেক্ষেত্রে GST আয় অন্যান্য রাজ্যের তুলনায় কম হওয়ায় বেশ চিন্তার মুখে পড়েছে প্রশাসন। তবে নবান্ন সূত্রের খবর, এই বছর রাজ্য সরকারের জিএসটি মারফত আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল, এখনও পর্যন্ত তার থেকেও বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে। শুধু GST-ই নয়, অন্যান্য কর এবং রাজস্ব খাত মিলিয়ে এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকারও বেশি আয় হয়েছে রাজ্যের। সবচেয়ে বেশি GST আদায় হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। যা রাজ্যের অর্থনীতির শক্তিশালী অবস্থানকে আরও একবার স্পষ্ট করেছে। যদিও আগামী বছর আয় বেশি হবে বলেই রাজ্য সরকার অনুমান করেছে। কারণ, মোদী সরকার বাজেটে মধ্যবিত্তের আয়কর কমানোয় কেনাকাটা বাড়বে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group