বদলে গেল নিয়ম, উচ্চ মাধ্যমিকে যুক্ত হচ্ছে একগাদা বিষয়! বড় পদক্ষেপ শিক্ষা সংসদের

Published on:

higher secondary

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। স্কুল জীবনের প্রথম এবং বড় পরীক্ষা মাধ্যমিক। এককথায় বলা যায় ভবিষ্যৎ তৈরির প্রথম বড় পরীক্ষা। কারণ এই পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষার আঙিনায় প্রবেশ করে। তাই সেক্ষেত্রে কোন বিষয় নিয়ে এগোনো বেশি জরুরি বা লাভবান সেটা নির্বাচন করা বেশ গুরুত্বপূর্ণ।

বিশেষ কর্মসূচির আয়োজন পড়ুয়াদের

উচ্চমাধ্যমিকে বিষয় নির্বাচন নিতে এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হল। মাধ্যমিকে উত্তীর্ণদের জন্য বিজ্ঞাননির্ভর বিষয় নির্বাচনে সহযোগিতা করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’ শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত বিজ্ঞান এবং কম্পিউটার এই দুই বিষয় নিয়ে মূল আলোচনা করা হবে পড়ুয়াদের সঙ্গে।

কোন কোন নতুন বিষয় সংযুক্ত হয়েছে?

চলতি বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস এই পাঁচটি নতুন বিষয় একাদশ এবং দ্বাদশের পাঠ্যক্রমে যোগ করা হয়েছে। এছাড়াও কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ অন্যান্য বেশি কিছু বিষয়ের পাঠ্যক্রমে পরিবর্তন করা হয়েছে, যা বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়াদের কাছে পাঠ্যবিষয় সহজ হয়ে ওঠে।

কীভাবে সাহায্য করবে এই কর্মসূচি?

সেক্ষেত্রে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’ চালু করেছে। যেখানে নতুন যে বিষয়গুলি একাদশ এবং দ্বাদশের পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে, সেগুলি নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে কোন কোন ক্ষেত্রে কী কী পেশা বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে, সেই সম্পর্কিত কর্মশালাও চলবে। উচ্চশিক্ষায় কেন পড়ুয়াদের ডেটা সায়েন্স, কৃত্রিম মেধার মতো বিজ্ঞানভিত্তিক বিষয় বাছাই করা প্রয়োজন, তা নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই প্রোগ্রামের কর্মসূচি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কবে হবে এই কর্মসূচি?

সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আগামী ২৬ মে থেকে ৩০ মে এবং ৯ জুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, রাশিবিজ্ঞানের মতো বিষয়গুলির ক্লাস করানো হবে। ওইদিন বেলা সাড়ে ১২টা থেকে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে পড়ুয়ারা।

তবে কেউ যদি অনলাইনে ক্লাস করতে আগ্রহী থাকে তাহলে সেই ব্যাপারে ১৫ জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। তবে, আপাতত, অফলাইনে বিদ্যাসাগর ভবনে মোট ২০০ জন পড়ুয়াদের নিয়ে ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’-এর ক্লাস চলবে।

আরও পড়ুন: ফের চ্যালেঞ্জের মুখে রাজ্য সরকার! গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতার সিদ্ধান্ত নিয়ে মামলা হাইকোর্টে

কী বলছেন শিক্ষা সংসদের সভাপতি?

জানা গিয়েছে প্রতিটি বিষয়ে অনলাইনে ক্লাসের জন্য ৫০ টাকা এবং অফলাইন ক্লাসের জন্য ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি হিসাবে জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে বৈধ ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। এমনকি ওই নির্দিষ্ট আইডিতেই অংশগ্রহণকারীদের শংসাপত্র পাঠানো হবে। এই প্রসঙ্গে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “আপাতত, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার পড়ুয়াদের জন্য এই কর্মসূচি শুরু হয়েছে। তবে, অন্যান্য জেলার পড়ুয়াদের জন্যও বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা রয়েছে।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥