বাংলা সহ ৪ বিষয়ে সংশোধন, বদলাতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, বড় তথ্য দিল WBCHSE

Published on:

wbchse

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। তাই শেষ মুহূর্তে বেশ প্রস্তুতি নিচ্ছে ছাত্রছাত্রীরা। আর আগামী বছরেই অর্থাৎ ২০২৫ সালের মার্চেই শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। কারণ পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে। তবে সেই নয়া পদ্ধতিতেও গোলমাল দেখা গিয়েছে। আর তাই পরীক্ষার সিলেবাস পরিবর্তন নিয়ে আলোচনা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সিলেবাস পরিবর্তনের আর্জি শিক্ষামহলে!

জানা গিয়েছে ফের আরও একবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদলের পথে হাঁটতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা, ইংরেজি, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের মতো বেশ কয়েকটি বিষয়ের সিলেবাসে সামান্য সংশোধন আসতে চলেছে। শিক্ষকদের একাংশ উচ্চ মাধ্যমিকে কলা বিভাগের বিভিন্ন বিষয়ের সিলেবাস পরিবর্তনের দাবি তুলেছে। আর সেই প্রস্তাবও জমাও পড়ে সংসদে। প্রস্তাব বিবেচনা করে পাঠানো হয়েছিল সিলেবাস রিভিউ কমিটিতে। আশা করা যাচ্ছে এবার বাংলা, ইংরেজি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে বড় বদল আসতে চলেছে।

কী বলছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন বলেন, ‘‘বেশ কয়েকটি বিষয়ের সিলেবাস ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে কঠিন হয়ে গিয়েছে। তাই তাদের উপর থেকে অনেকটাই চাপ কমানোর জন্য সিলেবাস পরিমার্জন করা হবে। এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিলেবাস কমিটি আমাদের রিপোর্ট দিলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’’ এদিকে শিক্ষক মহলের একাংশের বক্তব্য, সিলেবাস বেশির ভাগই নাকি শহরমুখী এবং কলকাতা কেন্দ্রিক। ইংরেজি সিলেবাসের ক্ষেত্রে বহু বিষয় রয়েছে যা খুবই কঠিন এবং অপ্রাসঙ্গিক। কবিতাও যথেষ্ট কঠিন। বহু প্রথম প্রজন্মের পড়ুয়া রয়েছেন যাঁরা এই সমস্ত বিষয় পড়তে আগ্রহী নন। উল্টে তাঁরা ইংরেজি বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ‘‘উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সিমেস্টার ভিত্তিক যে নতুন সিলেবাস করা হয়েছিল, তাতে বহু অসঙ্গতি রয়েছে। আমরা প্রথম থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পরিমার্জনের দাবি জানিয়েছিলাম। সিলেবাস কমিটি তা গুরুত্ব দিয়ে দেখছে। সেই দাবি মেনে সিলেবাস পরিমার্জিত হতে চলেছে। বাস্তবসম্মত ভাবে সিলেবাস তৈরি হলে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকরা বেশ খুশি হবেন।’’

এবার উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ৩ মার্চ থেকে। যা চলবে ১৮ মার্চ অবধি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা হবে। এদিকে গত বুধবারই উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে সেই পরীক্ষা। এর মধ্যেই রাজ্যের সব স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর সেন্টারগুলি থেকে প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করা হবে। স্কুলগুলিকে সেখান থেকেই সংগ্রহ করে নিতে হবে বলে জানিয়ে দিয়েছে সংসদ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group