প্রীতি পোদ্দার, প্রয়াগরাজ: গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক নদী সরস্বতীর সঙ্গমে কাতারে কাতারে পুন্যার্থীদের ভিড় মারাত্মক বেড়েছে। দূর-দূরান্তের সাধু-সন্ন্যাসী ও সাধারণ মানুষের পাশাপাশি মহাকুম্ভে অংশ নিয়েছে বহু ভিভিআইপি-ও। হাজার-হাজার কল্পবাসীদের ভিড়ও চোখে পড়ার মত।
মহাকুম্ভ মেলায় যোগদান করেন লরেন পাওয়েল জবস
জানা গিয়েছে গোটা মাঘ মাস জুড়ে সঙ্গমের বালুতটে থাকে কল্পবাসীরা। অসহনীয় শীতের মাঝে প্রতিদিন তাঁরা বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। সাধারণত ‘কল্পবাসী’ হিসেবে মহাকুম্ভে যোগ দেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং বিহারের গ্রামের পুরুষ ও মহিলারাই। তবে এ বার এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। চলতি বছর মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেছে বিশ্বের অন্যতম ধনী এক মহিলা। তিনি আর কেউ নন, ‘Apple’ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও, প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস (Laurene Powell Jobs)।
সূত্রের খবর, গত সোমবার, মিসেস জবস বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহা কুম্ভে অংশ নিতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছেছিলেন। ‘কমলা’ নামকরণ করা হয়েছে তাঁর। জানা গিয়েছে তিনি ১৫ জানুয়ারী পর্যন্ত নিরঞ্জনি আখড়া ক্যাম্পে কুম্ভ তাঁবুর শহরে থাকবেন। পরে, তিনি ২০ জানুয়ারী প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন। কিন্তু এখানে এসেই অ্যালার্জি সংক্রান্ত অসুখে আক্রান্ত হলেন তিনি।
কী বললেন গুরু স্বামী কৈলাসানন্দ গিরি?
লরেন পাওয়েল জবস-র গুরু স্বামী কৈলাসানন্দ গিরি জানিয়েছেন যে, “তিনি নদীসঙ্গমে ডুব দিয়ে স্নান করার আচারে অংশ নেবেন। তবে এইমুহুর্তে তিনি আমার শিবিরে বিশ্রাম নিচ্ছেন। তবে তাঁর কিছু অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আছে। এত জনাকীর্ণ জায়গায় তিনি আগে কখনও যাননি। তিনি বেশ সাদামাটা। পুজোর সময় তিনি আমাদের সঙ্গেই থাকতেন।” আর এই আবহে ‘অ্যাপল’ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও, প্রয়াত স্টিভ জবসের একটি চিঠি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই চিঠিটি তিনি আসলে তাঁর ১৯ তম জন্মদিনে শৈশবের বন্ধু টিম ব্রাউনকে লিখেছিলেন। যেখানে তিনি বলেছিলেন আমি একদিন কুম্ভ মেলায় অংশগ্রহণ করার জন্য ভারতে যাব। চিঠিটি জোবসের এক আধ্যাত্মিক রূপ ফুটে উঠেছিল।
ভাইরাল প্রয়াত স্টিভ জবস-র চিঠি
প্রয়াত স্টিভ জবস (Steve Jobs) চিঠিতে সরাসরি জানিয়েছেন যে হিন্দুধর্ম দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছেন। তাঁর ইচ্ছা ছিল, উত্তরাখণ্ডে নিম করোলি বাবার আশ্রমে যাওয়ার। কিন্তু জবস নৈনিতালে পৌঁছে জানতে পেরেছিলেন যে নিম করোলি বাবা আগের বছর প্রয়াত। তা সত্ত্বেও, জবস বাবার শিক্ষায় সান্ত্বনা খুঁজে কাঞ্চি ধামের আশ্রমে থেকে যান। এছাড়াও সেই চিঠিতে তিনি বলেন, ভারতে মাত্র সাত মাস থাকার সময়, জবস নিজেকে ভারতীয় সংস্কৃতিতে মন থেকে গ্রহণ করে নিয়েছিলেন। বাড়ি ফিরে, জবস এর রূপান্তরিত চেহারার কারণে তার বাবা-মা অবাক হয়ে গিয়েছিলেন। ভারত থেকে ফিরে তাঁর মাথা ন্যাড়া করা হয়েছিল, ভারতীয় সুতির পোশাক পরা শুরু করেছিলেন।
নিলামে উঠেছে স্টিভ জবসের চিঠি
সেই চিঠির মাধ্যমে স্টিভ জবস ইচ্ছাপ্রকাশ করেছিলেন যে, “আমি এপ্রিলে হওয়া কুম্ভ মেলার জন্য ভারতে যেতে চাই। তাই মার্চের কোনো এক সময় চলে যাব, কিন্তু এখনও নিশ্চিত নই।” কিন্তু সেই ইচ্ছা কিছুতেই সম্পূর্ণ হল না। কিন্তু তাঁর এই ইচ্ছা এবার পূরণ করল তাঁর স্ত্রী লরেন পাওয়েল জবস। এদিকে ‘অ্যাপল’ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও, প্রয়াত স্টিভ জবসের লেখা এই চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিলামে উঠল। প্রায় ৪.৩২ কোটি টাকায় নাকি উঠেছে ওই চিঠির সর্বোচ্চ মূল্য।