শ্বেতা মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র সরকার অষ্টম বেতন পে কমিশনের অনুমোদন দিয়েছে। জানানো হয়েছেন, আগামী ২০২৬ সালে নতুন কমিশন গঠন করা হবে। অর্থাৎ নতুন বছরের শুরুতেই কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী সেটা বলাই বাহুল্য। এরইসঙ্গে প্রশ্ন উঠছে, কার কতটা বেতন বাড়বে? আপনিও কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
অষ্টম বেতন পে কমিশনে অনুমোদন
বৃহস্পতিবারই অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে কর্মচারী সংগঠনগুলো এখনো এ বিষয়ে ‘টার্ম অব রেফারেন্স’-এর অপেক্ষায় রয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফের (জেসিএম) সদস্য এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের (এআইডিইএফ) সাধারণ সম্পাদক সি শ্রীকুমার বলেন, “সরকারকে এবার বড় হৃদয় দেখাতে হবে। বর্তমানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়া হচ্ছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে। অর্থাৎ, আগামী বছর থেকে বেতন কাঠামো সংশোধন করা হবে। ততদিনে DA-র হার ৬০ শতাংশ বা তার বেশি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন সরকার ‘ড. অ্যাক্রেডিটেড’ ফর্মুলার ভিত্তিতে বেতন স্কেল সংশোধন করে আসছে।”
শ্রীকুমারের মতে, সরকারকে এখন এই ফর্মুলা থেকে সরে আসতে হবে। অর্থনৈতিক অবস্থা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। অষ্টম বেতন কমিশন যদি ‘ডক্টর অ্যাকচুয়েড’ ফর্মুলার বাইরে গিয়ে সুপারিশ করে, তাহলে দেশে ন্যূনতম বেতন স্কেল ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা যেতে পারে।
কতটা বেতন বাড়তে পারে?
সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বাড়ানোর জন্য একটা সূত্র ব্যবহার করা হয়েছিল। এই ফর্মুলা অনুযায়ী, সরকারি চাকরিতে ন্যূনতম বেতন মাসিক ১৮ হাজার টাকা করার কথা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, মূল্য সূচকের ভিত্তিতে প্রতি বছর কেন্দ্রীয় কর্মচারীদের বেতনক্রম পর্যালোচনা করা উচিত সরকারের। বেতন ম্যাট্রিক্স পর্যালোচনার জন্য দীর্ঘ দশ বছর অপেক্ষা করার দরকার নেই।
আরও পড়ুনঃ ‘ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার’, কেন DA বাড়ছে না বাংলার কর্মীদের! জানা গেল কারণ
বর্তমানে ন্যূনতম বেতন মাসে ১৮ হাজার টাকা। অষ্টম বেতন কমিশনের সুপারিশের পর মূল বেতন স্কেল ৪০ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ৪২ হাজার টাকা। সরকারের উচিত এই পরিসংখ্যান নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করা। দেশের সবকিছুই এখন বেসরকারি হয়ে যাচ্ছে।
বড় ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে। এর প্রতিষ্ঠার সঠিক তারিখ এই মুহুর্তে প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে ২০২৬ সালের মধ্যে কমিশন গঠন করা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ৫ শহরে ১০০-র নীচে নামল পেট্রলের দাম, ডিজেলের দর কত? জানুন আজকের রেট
কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন, অষ্টম বেতন কমিশনের রূপায়ণ পরিচালনার জন্য শীঘ্রই চেয়ারম্যান ও দু’জন সদস্য নিয়োগ করা হবে। ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন কারণ কেন্দ্র তাদের মূল বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুবিধাগুলি সংশোধন করবে। পাশাপাশি, প্রতিরক্ষা ক্ষেত্রের মানুষ-সহ প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীর পেনশন বাড়তে চলেছে। এছাড়াও, প্রতিরক্ষা ও দিল্লি সরকারের ক্ষেত্রের কর্মী সহ দিল্লির প্রায় ৪ লক্ষ কর্মচারীও এই পরিবর্তনগুলির ফলে উপকৃত হবেন।