Indiahood-nabobarsho

বাজেটের আগে ২০% ভাতা বৃদ্ধির ঘোষণা, সুখবর দিল সরকার

Published on:

indian rupee

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক সুখবর শোনাচ্ছে কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগেই অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) লাগু করা বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এদিকে স্বাভাবিকভাবেই সরকারের একের পর এক সিদ্ধান্তে জেরে আগামী দিনে ব্যাপকভাবে উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ কর্মচারী। আর কয়েকদিন পরেই রয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। কিন্তু কেন্দ্রীয় বাজেটের আগেই তড়িঘড়ি বড়সড় ঘোষণা করে সকলকে চমকে দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, বাজেটের আগে ২০% ভাতা দেওয়ার নির্দেশিকা জারি করল কেন্দ্র। কারা পাবেন এই ভাতা? জানুন ঝটপট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

২০% ভাতা দেওয়ার নির্দেশিকা জারি কেন্দ্রের

ভিআইপি নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সাহসী জওয়ানদের জন্য বড় ঘোষণা করেছে সরকার। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ভিআইপি নিরাপত্তা কমান্ডোদের বিশেষ বেতন ভাতা অনুমোদন করেছে সরকার, যারা জেড প্লাস (এএসএল) এবং জেড প্লাসের শীর্ষ দুটি বিভাগের অধীনে সুরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সুরক্ষা প্রদান করে। আধিকারিকদের মতে, কেন্দ্রীয় সরকারের সুরক্ষা প্রোটোকল জেড, ওয়াই প্লাস, ওয়াই এবং এক্স অনুযায়ী ভিআইপি সুরক্ষা সরবরাহকারীরা ভাতা পাবেন না।

আরও পড়ুনঃ এবার গিগ ওয়ার্কাররাও পাবেন পেনশন, কত? বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ভিআইপি সুরক্ষার দায়িত্বে নিয়োজিত সিএপিএফ কর্মীদের মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ সুরক্ষা ভাতা (এসএসএ) দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব খতিয়ে দেখা হয়েছে। এদিকে কেন্দ্রের এহেন সিদ্ধান্তের জেরে খুশি সকলে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নির্দেশিকা জারি কেন্দ্রের

যে সব সিএপিএফ কর্মীরা ‘জেড প্লাস’ এবং জেড প্লাস (এএসএল) ক্যাটাগরির সুরক্ষার দায়িত্বে রয়েছেন, তাঁদেরই এসএসএ দেওয়া হবে, যেখানে এসপিজি এবং এনএসজি-র পরিবর্তে সিএপিএফ মোতায়েন করা হয়। দুই সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কয়েক বছর আগে এই ইউনিটগুলির কমান্ডোদের জন্য বিশেষ ভাতা চেয়েছিল, কারণ স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) তাদের মূল বেতনের ৫৫ শতাংশ অতিরিক্ত বেতন পায়।

আরও পড়ুনঃ এবার অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই মিলবে ৫ লক্ষ, বড় ঘোষণা রাজ্য সরকারের

ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এই উচ্চ দক্ষতার দায়িত্ব পালনের জন্য নিয়মিত বেতনের বাইরে ৪০ শতাংশ অতিরিক্ত বেতন পান। দুই বাহিনীর ভিআইপি সিকিউরিটি সেলের পক্ষ থেকে প্রায় ৩৫০ জন ভিআইপিকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যাদের মধ্যে মাত্র ৩৫ জন দুই শীর্ষ ক্যাটাগরিতে পড়েন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group