Indiahood-nabobarsho

১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট, বাদ পাকিস্তান-বাংলাদেশ! জায়গা হবে ভারতের?

Updated on:

Bangladesh and Pakistan may be excluded from Olympic cricket! How many teams will play? IOC says

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 128 বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট (Olympic Cricket)। প্রথমবারের মতো 1900 সালে প্যারিস অলিম্পিক্সে দেখা মিলেছিল 22 গজের লড়াই। অবশেষে, এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে অলিম্পিকে দেখা মিলবে ক্রিকেটের। বুধবার লস অ্যাঞ্জেলস ক্রিকেট ইভেন্ট সম্পর্কিত বেশ কিছু জটিলতা কাটিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। আসন্ন 2028 অলিম্পিকে বিশ্বের কতগুলি ক্রিকেট দল অংশ নিতে চলেছে, ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে IOC।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অংশগ্রহণকারী দলের সংখ্যা

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা সূত্রে খবর, আসন্ন 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি অলিম্পিক ইভেন্টে অংশ নেবে মোট 12টি দল। জানা গিয়েছে, অংশগ্রহণকারী দলগুলি মূলত 15 জনের স্কোয়াড নিয়ে অলিম্পিক খেলতে নামবে। অর্থাৎ মহিলাদের 6 দলের ইভেন্টে 90 জন ও পুরুষদের 6 দলের ইভেন্টে 90 জন খেলোয়াড়ের জন্য জায়গা থাকবে।

ICC-র স্বীকৃতি

কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ ICC-র অধীনে মূলত 12টি দেশ/দল পূর্ণ সদস্যের স্বীকৃতি পায়। অন্যদিকে আরও 94টি দেশ সহযোগী দেশ হিসেবে অংশগ্রহণ করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে শোনা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে সহযোগী দেশগুলিও টি-টোয়েন্টি ম্যাচগুলির ক্ষেত্রে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি পায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জায়গা হচ্ছে না বাংলাদেশ-পাকিস্তানের?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্ষেত্রে অলিম্পিক ক্রিকেট ম্যাচগুলিতে যোগ্যতা অর্জনের জন্য আলাদাভাবে টুর্নামেন্ট আয়োজন করা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে আন্তর্জাতিক সংস্থার তরফে। সূত্র বলছে, যোগ্যতা অর্জনকারী ম্যাচ আয়োজন করতে না পারলে ICC ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী ছাড়পত্র পেতে পারে দলগুলি।

আর সেই সূত্র ধরেই, তালিকার শীর্ষে থাকা দলগুলি সবার প্রথমে সুযোগ পাবে একথা বলার অপেক্ষা রাখে না। বলে রাখি, ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই তালিকার সেরা বিভাগে রয়েছে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ব়্যাঙ্কিং তালিকা যদি শেষ পর্যন্ত অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের মাপকাঠি হয় সেক্ষেত্রে, বাদ পড়তে পারে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলগুলি।

এক নজরে পুরুষদের ICC টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং তালিকার মগডালে রয়েছে ভারতীয় পুরুষ দল। স্বদেশীদের রেটিং পয়েন্ট 269। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (259 রেটিং পয়েন্ট), 3 নম্বরে ইংল্যান্ড (254 রেটিং পয়েন্ট), চতুর্থ স্থানে নিউজিল্যান্ড (248 রেটিং পয়েন্ট), তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (247 রেটিং পয়েন্ট), ষষ্ঠ স্থানে সমপরিমাণ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও তালিকার একেবারে সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

অবশ্যই পড়ুন: রিঙ্কুর সাথে অন্যায় করাই হল কাল, নিজেদের পায়েই কুড়ুল মারল KKR

মহিলাদের ICC টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং

শীর্ষে অস্ট্রেলিয়ার মহিলা দল(297 রেটিং পয়েন্ট), দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (279 রেটিং পয়েন্ট), 3 নম্বরে ভারত (260 রেটিং পয়েন্ট), চতুর্থ স্থানে নিউজিল্যান্ড (251 রেটিং পয়েন্ট), পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা (242 রেটিং পয়েন্ট), 6 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ (242 রেটিং পয়েন্ট), 7 নম্বরে শ্রীলঙ্কা (229 রেটিং পয়েন্ট), এছাড়াও তালিকার অষ্টম, নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মহিলা দল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group