কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েই নিল। জানা গিয়েছে, গতকাল ১৩ই অক্টোবর রবিবার কলকাতা, হাওড়া মহেশতলা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি তাহলে আর কোনো দুর্যোগের সম্ভাবনা নেই বাংলায়? এই বিষয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আলিপুর জানাচ্ছে, বর্ষা পাত্তারি গোটালেও যেহেতু বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সে কারণে কিছুটা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। তামিলনাড়ুর দিকে ওই নিম্নচাপ অগ্রসর হওয়ার কথা থাকলেও কিছুটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপরেও পড়বে। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন কি কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে? বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ কি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে? উত্তর হল না। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টি হবে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জেলায়।
এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে। সেইসঙ্গে গরমও বাড়বে পাল্লা দিয়ে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবেম আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দার্জিলিং ও কালিম্পঙ জেলায় বৃষ্টি হবে। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলে খবর।
আগামীকালের আবহাওয়া
আজ বৃষ্টি না হলেও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বর্ষণের সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।