প্রীতি পোদ্দার: অবশেষে পিতৃপক্ষের তিথি কাটিয়ে সূচনা হল দেবীপক্ষের। আজ মহালয়া। গঙ্গার ঘাটে ঘাটে সকাল থেকেই পুরোহিতের লাইন। পূর্বপুরুষের নাম করে জলপ্রদান এর দৃশ্য যেন মহালয়ার ভোরকে আরও আকর্ষিত করে তুলেছে। কিন্তু এই আনন্দের মাঝে কাঁটা হয়ে এসেছে অসুর বৃষ্টি। ভোর থেকেই দক্ষিণের জেলাগুলিতে ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা সপ্তাহ জুড়েই নাকি দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে দেখা যাবে।
একদিকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মহালয়ার ভোর রাত দখলে নেমেছে অসংখ্য সাধারণ মানুষ। তেমনই অন্যদিকে ঘাটে ঘাটে তর্পণের ভিড়। তবুও বৃষ্টি যেন তার জমি একটুও ছাড়তে চাইছে না। আজ অর্থাৎ বুধবার গোটা দিন জুড়েই মেঘলা আকাশ থাকবে। দু-এক জায়গায় হালকা ঝড়বৃষ্টি হতে দেখা যাবে। রোদের ঝলক খুবই কম দেখা গিয়েছে সারাদিনে। বিকেলের দিকেও বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা যাবে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা যাবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে প্রবল। এমনকি শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান এবং বীরভূমে। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এবং কোচবিহারে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল।