৭ দিনের মধ্যে নিউটাউনের আইসিকে না সরালে, রাজ্য সরকারকে আল্টিমেটাম হাইকোর্টের

Published on:

calcutta high court

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের একাধিক জেলায় প্রায়ই জমি দখলের বিরুদ্ধে অজস্র অভিযোগ উঠে আসে। আর এই অভিযোগের মূলে সবসময় উঠে আসে একাধিক প্রোমোটারের নাম। আর এবার সেই জমি দখলের অভিযোগ উঠে এল নিউটাউনের মত বড় এলাকায়। আর সেই অভিযোগ এতটাই ভয়ংকর আকার ধারণ করল যে যার জল এবার হাইকোর্টের দ্বারে গিয়ে ঠেকেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, হাইকোর্টে নিউটাউন এলাকায় প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠতেই ফের পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে এল প্রধান বিচারপতির মুখে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই মামলায় নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষ এর বিরুদ্ধে কড়া মন্তব্য করে বসলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রীতিমত কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়লেন তিনি। এদিন আদালতের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দেন সরকারি আইনজীবীদের দিকে। আর যা শুনে রীতিমত বাকরুদ্ধ সকলে।

থানার আইসি র পুরোনো রেকর্ড তুলে ধরা হল

এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, “নিউটাউনের মতো জায়গা, যেখানে দেশ-বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি হাবকে আরও মজবুত করার চেষ্টা চলছে, সেখানে এই ধরনের পুলিশ অফিসার কেন দায়িত্বে আছেন? রাজ্য কি নিজেই নিজের সম্মানহানি করতে চাইছে?’ এখানেই থেমে থাকেননি তিনি। বিচারপতি ঘোষ এই পুলিশ অফিসারের আগের রেকর্ড সম্পর্কেও মন্তব্য করেন। এদিন শুনানি চলাকালীন তিনি সরকারী আইনজীবীদের বলেন, “জানেন, এই অফিসার যখন বাগুইআটি থানায় ছিলেন, তখন দুই শিশু নিখোঁজ হয়ে যায়। দু’দিন পরে দেহ উদ্ধার হয়। এবং এই অফিসার কিছুই করেননি বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তিনটি গাড়ি একদিনে চুরির অভিযোগেও একইভাবে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এক সপ্তাহের সময় দিল আদালত

ওই ঘটনার পর ব্যাপক ভাবে ক্ষুব্ধ হয়েছিলেন পুলিশের ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ওই পুলিশ অফিসারকে সরানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেসবের পরেও কার আশির্বাদে এই নিউটাউন থানার আইসির প্রমোশন এবং পোস্টিং? কী করে এই পুলিশ অফিসার বিধাননগরের কমিশনারেটের মধ্যে কাজ করছেন? তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রাজ্য সরকার এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নিক। এবং এই অফিসারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে রাজ্য, তা জানাতে হবে পরবর্তী শুনানিতে। আগামী ১০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group