২০ দিনের জন্য ট্রেন বাতিল, ৪ ঘণ্টা করে পাওয়ার ব্লক হাওড়া ডিভিশনে!

Published:

howrah local train
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ নভেম্বর মাস শুরু হতে না হতেই মাথায় হাত পড়ল সাধারণ রেল যাত্রীদের। বিশেষ করে হাওড়া ডিভিশনের (Howrah Division) যাত্রীদের ফের একবার সমস্যা পোহাতে হবে। এর কারণ নতুন মাসে বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন। কী কারণে, কতদিন এবং কেন বন্ধ থাকবে সে বিষয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন জেনে নেবেন বিশদে।

হাওড়ার এই রুটে ২০ দিন বাতিল থাকবে ট্রেন

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-বেলুড় মঠ রুটে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। সুরক্ষিত এবং নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল অব্যাহত রাখতে নির্ধারিত ট্র্যাক ও অন্যান্য অ্যাসেট রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ট্রেন নম্বর ৩৭১১/৩৭১১২ হাওড়া বেলুড় মঠ হাওড়া ইএমইউ লোকালের পরিষেবা আগামী ৩ নভেম্বর থেকে পরবর্তী ২০ দিনের জন্য বাতিল থাকবে। ইতিমধ্যে এই অসুবিধার জন্য রেলের তরফে যাত্রীদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।

ব্যান্ডেল-কাটোয়া শাখাতেও বাতিল থাকবে ট্রেন

অপরদিকে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়ার শাখায় ধাত্রীগ্রাম স্টেশন লিমিট ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে আগামী ২১ নভেম্বর অবধি মাঝে মাঝে প্রতিদিন চার ঘণ্টা করে ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য ট্রেন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে চলতি মাসে ব্যান্ডেল কাটোয়া শাখায় বহু ট্রেন বাতিল থাকবে।

নিশ্চয়ই ভাবছেন এই লাইনে আবার কোন কোন ট্রেন বাতিল থাকবে? জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে ট্রেন নম্বর ৩৭৭৪১ ও কাটোয়া থেকে ট্রেন নম্বর ৩৭৭৪২ বাতিল থাকবে। এছাড়া ট্রেন নাম্বার ৩৭৭৪৩ ব্যান্ডেল কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে চারটে ত্রিশ মিনিটের পরিবর্তে ৫:২০ মিনিটে পুনঃ নির্ধারিত হবে। রে জানিয়েছে? স্পেশাল বা দেরিতে চলার ট্রেন যদি থাকে ব্লক চলাকালীন সময় সেগুলিকে রাস্তায় যথাযথভাবে পথ পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join