সহেলি মিত্র, কলকাতা: নতুন করে মহা বিতর্কে জড়ালেন আরজি কর আন্দোলনের অন্যতম নেতা অনিকেত মাহাতো (Aniket Mahato)। এবার তার এমন একটি বক্তৃতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যার জেরে শুরু হয়েছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে ডাক্তারি পড়ুয়াদের নির্বাচনী মন্ত্র দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি নাকি বলেছেন, ‘টাকা পাবি, ভোট পর্যন্ত আন্দোলন চালা’। আর এই বক্তৃতা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
বিতর্কে জড়ালেন অনিকেত মাহাতো
ভাইরাল হওয়া ভিডিওতে ডাক্তারি পড়ুয়াদের টাকার প্রলোভন দেখিয়ে বিধানসভা নির্বাচন পর্যন্ত আর জি কর আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে শোনা গিয়েছে অনিকেতকে। যদিও সেই ভিডিও বা অডিও-র সত্যতা যাচাই করেনি Indiahood.in. অনেকেই ইতিমধ্যে এও বলতে শুরু করেছেন যে অনিকেত মাহাতো এবং ও আরও অন্যান্য পড়ুয়া থেকে শুরু করে ডাক্তার আসন্ন বিধানসভা ভোটে অশান্তি পাকানোর চেষ্টা করছে। সত্যিই কি তাই?
বিধানসভা ভোটে অশান্তি পাকানোর চেষ্টা?
অভিযোগ, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে গোপন বৈঠক করতে গিয়েছিলেন অনিকেত মাহাতো। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, সেখানকার কয়েকজন ডাক্তারি পড়ুয়াকে নিয়ে খাওয়াদাওয়া করতে স্থানীয় এক রেস্তরাঁয় যান তিনি। সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অনিকেত ওই পড়ুয়াদের উদ্দেশে বলছেন, ‘স্লোগান দিলে টাকা পাবি। নির্বাচন পর্যন্ত আর জি কর ইস্যুতে আন্দোলন চালিয়ে যা। কিছু লাগলে বলবি।’ আর এই ভিডিও ছড়াতেই তাঁর প্রতি ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের। বিপাকে পড়তে হয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টও। আন্দোলনের সময়ে ফ্রন্টের মিছিলে পা মেলানো অনেকেই এখন বলছেন, ওদের সঙ্গে এখন আর কোনও সম্পর্ক নেই।
অনিকেতের এহেন মন্তব্যকে ঘিরে সরব হয়েছেন হবু ডাক্তাররাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, ‘আর জি করের ঘটনায় দোষীর শাস্তি চেয়ে আমরাও আন্দোলন করেছিলাম। আমরা দোষীর ফাঁসি চাই। কিন্তু অনিকেত এখানে যে কথা বলেছেন, তাতে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার। আমরা কোনও রাজনীতির মধ্যে নেই। ডাক্তারি পড়তে এসেছি। পড়াশোনা করতে চাই।’












